Travel News: সঙ্গীকে নিয়ে জঙ্গলে অ্যাডভেঞ্চার করতে চান? পাবেন গরমাগরম বাঙালি খাবারও, কোথায় জানেন?

Last Updated:

Travel News: জঙ্গলে বেড়াতে এসে যদি বাঙালিয়ানা স্বাদের খোঁজ মেলে তাহলে তো আর কোনও কথা নেই। কথাতেই আছে বাঙালি ভোজনপ্ৰিয় আর ভ্রমণপ্রিয়।জলদাপাড়া ঘুরতে এলে টুরিস্ট লজে এসে আপনি পাবেন বাঙালি খাবারের খোঁজ।

+
বাঙালি

বাঙালি খাবার

আলিপুরদুয়ার: জঙ্গলে বেড়াতে এসে যদি বাঙালিয়ানা স্বাদের খোঁজ মেলে তাহলে তো আর কোনও কথা নেই। কথাতেই আছে বাঙালি ভোজনপ্ৰিয় আর ভ্রমণপ্রিয়। ভ্রমণ করতে গিয়ে বাঙালি খাবারের খোঁজ মিললে পরিস্থিতি সোনায় সোহাগা। জলদাপাড়া ঘুরতে এলে টুরিস্ট লজে এসে আপনি পাবেন বাঙালি খাবারের খোঁজ।
চারটি বাফেট করা হয়েছে। একটি নন ভেজ আর বাকি তিনটি ভেজ থালি। জলদাপাড়া টুরিস্ট লজে যারা থাকতে আসছেন শুধু তারা নন, যারা বাইরে থেকে বেড়াতে এসে এখানে খাবেন বলে ঠিক করেছেন তারা পাবেন বাঙালি খাবার। নববর্ষে এই নতুন উপহারের ডালি সাজিয়েছে জলদাপাড়া টুরিস্ট লজ কর্তৃপক্ষ।আপনি রেস্তোরাঁয় প্রবেশ করলে স্বাগত পানীয় হিসেবে পাবেন কাঁচা আমের শরবত।এরপর লুচি, ছোলার ডাল, ভেটকি মাছের ফিশ ফ্রাই, দেশি চিকেন, বাসন্তী পোলাও আরও অনেক কিছু।
advertisement
advertisement
জঙ্গল সাফারি শেষে খিদে পেলে সামনেই রয়েছে জলদাপাড়া টুরিস্ট লজ অরণ্য। রেস্তোরাঁয় প্রবেশ করলেই মুগ্ধ হয়ে যাবে আপনার মন। বৈশাখ মাস জুড়ে থাকবে সাজসজ্জা। পাশাপাশি এমন ভুঁড়িভোজের আয়োজন। দাম রাখা হয়েছে সাধ্যের মধ্যে।বাঙালি খাবারের হদিশ পেয়ে ভিড় বাড়ছে লজে বলে জানা গিয়েছে কর্তৃপক্ষের কাছ থেকে।
advertisement
জলদাপাড়া টুরিস্ট লজের ম্যানেজার নিরঞ্জন সাহা জানান, ‘বাঙালিরা ঘুরতে খেতে ভালবাসে। তাঁদের কথা ভেবে নতুন বছরে এই আয়োজন। অনেক পর্যটক আসছেন, তাঁদের ভাল লাগার কথা জানাচ্ছেন।’
Annanya Dey 
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Travel News: সঙ্গীকে নিয়ে জঙ্গলে অ্যাডভেঞ্চার করতে চান? পাবেন গরমাগরম বাঙালি খাবারও, কোথায় জানেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement