Akshaya Tritiya 2022: অক্ষয় তৃতীয়ায় কোন কোন জিনিস দান করা শুভ, জানুন এখনই
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Akshaya Tritiya 2022: এ বছর অক্ষয় তৃতীয়া পূজার মুহুর্ত হবে ৩ মে ভোর ৫টা ১৮ মিনিটে। অক্ষয় তৃতীয়া পূজার শুভ মুহুর্ত শেষ হবে ৪ মে সকাল সাড়ে ৭টায়।
অক্ষয় তৃতীয়া ভারতের অন্যতম শুভ উৎসব। এটি বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালন করা হয়। এই বছর, অক্ষয় তৃতীয়া ৩ মে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই দিনে সোনা বা রুপো কিনলে সমৃদ্ধি ও সৌভাগ্য আসে। মানুষও প্রয়োজনীয় জিনিস দান করে অভাবীদের। অক্ষয় তৃতীয়ার শুভ দিনে আপনি দান করতে পারেন এমন কিছু বিষয় দেখে নিন।
জলে ভরা কলসি
advertisement
অক্ষয় তৃতীয়া উপলক্ষে, আপনি জলে ভরা একটি কলস দান করতে পারেন। এটি করার মাধ্যমে, ধর্মীয় বিশ্বাস অনুসারে, ব্যক্তি তাদের জীবনে সম্পদ, সুখ এবং সমৃদ্ধি অর্জন করে।
advertisement
যব
প্রাচীনতম শস্যগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। এটি সোনার মতো মূল্যবান বলে মনে করা হয়। বিভিন্ন পূজা বিধির সময়, হবন অনুষ্ঠানে যব ব্যবহার করা হয়।
সোনা ও রুপো
অক্ষয় তৃতীয়ার দিনে সোনা ও রৌপ্য কেনা যেমন শুভ, তেমনি এর দানও শুভ৷ এতে পুণ্য অর্জন হয় বলে বিশ্বাস।
advertisement
গুড়, ঘি ও লবণ
গুড়, ঘি এবং লবণ এমন একটি জিনিস যা আপনি একজন অভাবীকে দান করতে পারেন। এই সমস্ত জিনিস একজন ব্যক্তির জীবনে গুরুত্ব রাখে।
তিল ও কাপড়
পুজোর সময় প্রায়ই তিল ব্যবহার করা হয়। শুভদিনে মানুষ তিলের তেল বা বীজও ব্যবহার করে।
advertisement
এ বছর অক্ষয় তৃতীয়া পূজার মুহুর্ত হবে ৩ মে ভোর ৫টা ১৮ মিনিটে। অক্ষয় তৃতীয়া পূজার শুভ মুহুর্ত শেষ হবে ৪ মে সকাল সাড়ে ৭টায়।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 02, 2022 9:42 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Akshaya Tritiya 2022: অক্ষয় তৃতীয়ায় কোন কোন জিনিস দান করা শুভ, জানুন এখনই