Vacation at Purulia: শীতের ছুটিতে জমজমাট পুরুলিয়া, তিলধারণের জায়গা নেই অযোধ্যা পাহাড়ে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Vacation at Purulia: অযোধ্যা পাহাড়ে এসে খুশি পর্যটকেরা , শুনুন কী বলছেন তারা!
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া : রাজ্য পর্যটন মানচিত্রে অনেকখানি জায়গা করে নিয়েছে পুরুলিয়া। সারা বছরই অযোধ্যা পাহাড়ে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। চলতি শীতের মরশুমে অযোধ্যা পাহাড়ে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখতে পাওয়া যায়। এ বছরও তার কিছু ব্যতিক্রম হচ্ছে না। বড়দিন পড়তে না পড়তেই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে ভিড় জমালেন বহু পর্যটক। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের বামনি ফলস , টুরগা ফলস , আপার ড্যাম , লোয়ার ড্যাম এই সকল এলাকা গুলিতে পর্যটকদের সমাগমে ভরে উঠেছিল।
অযোধ্যায় বেড়াতে আসা পর্যটকেরা বলেন , শহুরে কোলাহল ছেড়ে তাঁরা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বেড়াতে আসেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। পাশাপাশি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের আদিবাসী নৃত্য ও ছৌ নৃত্য উপভোগ করছেন। আগের তুলনায় অযোধ্যা পাহাড়ে অনেক উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট অনেক ঝাঁ চকচকে হয়ে গিয়েছে।
advertisement
এ বিষয়ে অযোধ্যা পাহাড়ের এক স্থানীয় বাসিন্দা বলেন , ‘‘অযোধ্যা পাহাড়ে পর্যটকদের ভিড় উপচে পড়ছে। হোটেল , হোম-স্টে গুলি প্রায় ভর্তি হয়ে গিয়েছে পর্যটকদের ভিড়ে। সারা বছরই কমবেশি পর্যটকদের ভিড় থাকলেও উৎসবের দিনগুলিতে ভিড় আরও বেড়ে যায়। আরও বেশ কিছু হোম-স্টে হোটেল বাড়ানো হলে অযোধ্যা পাহাড়ে পর্যটকদের অনেকটাই সুবিধা হবে।’’
advertisement
শীতের শুরুতেই পুরুলিয়ার পাহাড়ে পর্যটকদের ভিড় বাড়তে দেখা যায়। আর বড়দিনের উৎসবে পরেই ভিড় যেন আরও অনেকখানি বেড়ে ওঠে অযোধ্যা পাহাড়ে। অনেকেই ক্রিসমাসের পরবর্তী সময় ও নববর্ষের শুভারম্ভে অযোধ্যা পাহাড়ে ভিড় জমান। এ বছরও বড়দিনের পর থেকেই দেখা যাচ্ছে অযোধ্যা পাহাড়ে পর্যটকদের ভিড়।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 27, 2023 1:37 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Vacation at Purulia: শীতের ছুটিতে জমজমাট পুরুলিয়া, তিলধারণের জায়গা নেই অযোধ্যা পাহাড়ে