সোশ্যাল মিডিয়ায় সর্বত্রই উঠেছে একটিই রব ৷ রাস্তায় সবাইকে তাক লাগিয়েছে দিয়েছেন এক যুবক ৷ তাঁর পরণে পোশাক বলতে শুধুই অন্তর্বাস ৷ পায়ে হিল তোলা জুতো, শরীর চাবুকের মত ৷ কোথাও কোনও মেদ বলে বস্তু নেই ৷ তিনি হাসতে হাসতে রাস্তা পার হচ্ছেন কোলে রয়েছে পোষ্য ৷ রাস্তাজুড়ে সবাই রয়েছেন তাঁকে দেখার জন্য ৷ যিনি বা যাঁরা সামনা সামানি দেখতে পাচ্ছেন ঠিক আছে ৷
যাঁর সামনা সামনি নেইতাঁরাও দেখছেন ঘাড় ঘুরিয়ে ৷ প্রায় মডেলের ভঙ্গিতে তিনি হাঁচছেন রাস্তাতো নয় যেন ক্যাটওয়াক করছেন তিনি ৷ এমন নএক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ৷ ভিডিওটির ভিউ ক্রমেই সমস্ত কিছুকেই ছাপিয়ে গিয়েছে ৷ এক অনবদ্য ভঙ্গিতে কাঁপাতে শুরু করেছেন তিনি ৷ এই ভিডিও রীতিমত ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ৷ তাঁকে দেখেই সবাই যেন থ বনে গিয়েছেন ৷
লাইক, শেয়ার ও কমেন্ট দেখার মত ৷ প্রতি মুহূর্তেই ভিউ বাড়ছে ঝড়ের গতিতে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Facebook viral, Viral Video