corona virus btn
corona virus btn
Loading

দুর্গাপুজোর কুমারীকে ঘিরে তুমুল নাচ ৮৫ বছরের বৃদ্ধার, ভিডিও সুনামির গতিতে ভাইরাল

দুর্গাপুজোর কুমারীকে ঘিরে তুমুল নাচ ৮৫ বছরের বৃদ্ধার, ভিডিও সুনামির গতিতে ভাইরাল

দুর্গাপুজোর অত্যন্ত পরিচিত এক প্রথা হল কুমারী পুজো

  • Share this:
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ৷ এই দুর্গাপুজোর নানান রঙে রঙিন হয়ে ওঠে বাঙালির জীবন ৷ দুর্গাপুজোর একটি গুরুত্বপূর্ণ ও অভিন্ন অঙ্গ হল কুমারী পুজো ৷ স্বামী বিবেকান্দই এই পুজোর প্রচলন করেছিলেন ৷ মূলত অরজঃস্বলা মেয়েদেরকেই অষ্টমী তিথিতে মাতৃজ্ঞানে পুজো করা হয় ৷ তবে এই ক্ষেত্রে শিশুটিকে অবিবাহিত হতে হবে ৷ কোনও ভাবেই কোনও বিশেষ সম্প্রদায়ভুক্ত হতেই হবে মেয়েটিকে এমন নয় ৷ এই ছোট্ট মেয়েটিই মা উমার প্রতীকী মূর্তিতে পরিণত হবে ৷ সেই জ্ঞানেই তাঁকে পুজো করতে হবে ৷ এই প্রথা আমার বিভিন্ন সময়ে জেনে এসেছি ৷ তেমনই এইবারের পুজোয় একই ছো্ট্ট মেয়েকে রিক্সায় করে কুমারী সাজিয়ে নিয়ে যাচ্ছেন অভিভাবক ৷ প্রায় ৮৫ বছরেরও বেশি দিদিমা ঢাকের তালে তুমুল নাচছেন ৷ সেই ভিডিও ব্যাপক হারে ফেসবুকে ভাইরাল হয়েছে ৷
First published: October 10, 2019, 6:42 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर