70 Year Old Lady Gives Birth to Twin Babies: যমজ সন্তানের মা হলেন ৭০ বছর বয়সি বৃদ্ধা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
70 Year Old Lady Gives Birth to Twin Babies: সাফিনার এক ছেলে এবং এক মেয়ের জন্ম দেওয়ার ঘটনাকে ‘মিরাক্যল’ বলে আখ্যা দিয়েছে সংবাদমাধ্যম
বাজিমাত করলেন আফ্রিকান রমণী সাফিনা নামুকওয়া৷ উগান্ডাবাসী ৭০ বছর বয়সি এই বৃদ্ধা জন্ম দিলেন যমজ সন্তানের৷ দেশের রাজধানী কাম্পালার এক ফার্টিলিটি সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি মা হয়েছেন৷ বিবিসি-র প্রতিবেদন অনুযায়ী আফ্রিকাবাসী বৃদ্ধাদের মধ্যে সাফিনা অন্যতম, যিনি ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ-এর মাধ্যমে সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন৷
সাফিনার এক ছেলে এবং এক মেয়ের জন্ম দেওয়ার ঘটনাকে ‘মিরাক্যল’ বলে আখ্যা দিয়েছে উগান্ডার সংবাদমাধ্যম৷ এই ঐতিহাসিক ঘটনা ঘটেছে উইমেন্স হসপিটাল ইন্টারন্যাশনাল অ্যান্ড ফার্টিলিটি সেন্টারে৷ হাসপাতালের তরফেও ফেসবুকে পোস্ট করা হয়েছে৷ সোশ্যাল মিডিয়ায় তারা লিখেছে ‘‘আমরা সাক্ষী থেকেছি অত্যাশ্চর্য ঘটনার-আফ্রিকার বৃদ্ধতম মা ৭০ বছর বয়সে যমজ সন্তানের জন্ম দিয়েছেন৷’’
ওই হাসপাতালের চিকিৎসক এডওয়ার্ড টেমেল স্যালি বলেছেন যে সাফিনা তাঁর পার্টনারের শুক্রাণু এবং একজন ডোনারের ডিম্বাণুর সাহায্যে যমজ সন্তানের মা হয়েছেন৷ গর্ভধারণের ৩১ সপ্তাহের মাথায়, নির্ধারিত সময়ের আগেই তাঁর দুই সন্তান ভূমিষ্ঠ হয়েছে৷ এখন দুই নবজাতক ইনকিউবেটরে সুস্থ অবস্থায় আছে বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে৷
advertisement
advertisement
মা হওয়ার যাত্রাপথ বিশেষ সুখকর ছিল না বৃদ্ধার কাছে৷ শারীরিক কষ্ট, সমস্যার পাশাপাশি ছিল মানসিক টানাপড়েনও৷ তাঁর অভিযোগ, তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর পার্টনার একবারের জন্যেও তাঁকে দেখতে আসেননি৷ গত ৩ বছরে এই নিয়ে দ্বিতীয় বার মা হলেন সাফিনা৷ এর আগে ২০২০ সালে কন্যাসন্তানের জন্ম দেন তিনি৷
আরও পড়ুন : ব্লাড সুগারে কি বাঁধাকপি খাওয়া ভাল না ক্ষতিকর? জানুন বিশেষজ্ঞের মত
কিন্তু কেন বার্ধক্যে পৌঁছে মা হওয়ার জন্য এত আগ্রহ? সাফিনা জানিয়েছেন সারাজীবন সন্তানহীনা থাকার জন্য এত শ্লেষের মুখে পড়েছেন, এত সামাজিক চাপ সহ্য করেছেন, যে তিনি মা হওয়ার সিদ্ধান্ত নেন৷ সাধারণত ৪৫ থেকে ৫৫ বছরের মধ্যে মেনোপজ বা ঋতুবন্ধ হয়ে যায় মহিলাদের৷ অর্থাৎ তাঁর মা হওয়ার মেয়াদও ফুরিয়ে আসে৷ কিন্তু অত্যাধুনিক চিকিৎসা বিজ্ঞান সেই বাধা দূর করেছে৷ বিশেষ করে আইভিএফ-এর মতো ট্রিটমেন্ট মাতৃত্বের নির্ধারিত সময়ের সংজ্ঞা পাল্টে দিয়েছে৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 27, 2023 11:08 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
70 Year Old Lady Gives Birth to Twin Babies: যমজ সন্তানের মা হলেন ৭০ বছর বয়সি বৃদ্ধা