ব্রণ কমাতে আইড্রপ, ব্যথার ওষুধ !
Last Updated:
ব্রণ হলেই মাথা খারাপ ৷ আয়নার সামনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা ভেবে যাওয়া ৷
#কলকাতা: ব্রণ হলেই মাথা খারাপ ৷ আয়নার সামনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা ভেবে যাওয়া ৷ ব্রন দূর হবে কীভাবে ? কখনও ফেসওয়াস, কখনও মূলতানি মাটির পেস্ট ৷ মা-ঠাকুমার কথায়, চন্দন পেস্টও লাগিয়ে নেওয়া৷ কিন্তিু তাতেও ব্রণ থেকেই যায় ৷ শেষমেশ ডাক্তার বা বিউটিশিয়নের কাছে ছুট !
কিন্তু জানেন কি আপনার ঘরেই রয়েছে এমন কিছু জিনিস, যা দিয়ে ব্রণ দূর হবে ম্যাজিকের মতো ! তবে সেই পুরনো বেসন, চন্দন, টকদই নয় ৷ আপনার ফাস্টএইড বক্সেই রয়েছে ব্রণ দূর করার ওষুধ!
কখনও ভেবে দেখেছেন চোখ লাল হয়ে গেলে ডাক্তারদের পরামর্শে যে চোখের ওষুধটি আপনি ব্যবহার করছেন, সেটাই হয়ে উঠতে পারে আপনার ব্রন দূর করার ওষুধ ৷ হ্যাঁ, চিকিৎসকরা এরকমই বলছেন ৷
advertisement
advertisement
ব্রণর ওপর এক ফোঁটা আইড্রপ লাগিয়ে দিন ৷ কিছুক্ষণ রাখুন ৷ দেখবেন লাল ব্রণ নিমেশে কমে যাবে ৷ কিন্তু এই পদ্ধতি ব্যবহার করলে একেবারে যে ব্রন কমে যাবে তা কিন্তু নয় ৷ সাময়ীক আরাম পাবেন শুধুমাত্র ৷
একটা পরিষ্কার তুলোর মধ্যে এক ফোঁটা আইড্র নিয়ে ব্রণ-র ওপরে লাগিয়ে রাখুন ৷ শুকিয়ে গেলে তুলো সরিয়ে নিন ৷ রোজ রাতে এটা করুন ৷ ব্রণ দূর হবে ৷
advertisement
অ্যাসপ্রিন জাতীয় ওষুধ সাধারণত আমরা মাথায় ব্যথায় খেয়ে থাকি ৷ কিন্তু জানেন কি? এই ওষুধ আপনার ব্রণ দূর করতে কাজে লাগে ৷ রাতে শোয়ার আগে মুখ পরিষ্কার করুন ৷ দু’চারটে অ্যাসপ্রিন ট্যাবলেট নিয়ে গুড়ো করে পেস্ট বানিয়ে নিন ৷ ব্রণের ওপরে সেই পেস্ট লাগিয়ে ঘুমোতে চলে যান ৷ পর দিন সকালে ফেসওয়াস দিয়ে মুখ পরিষ্কার করে নিন ৷ সপ্তাহে একবার এটা করলে ব্রণ দূর হবে ৷
advertisement
ক্যালামাইন ব্রণ দূর করতে দারুণ কার্যকরী ৷ রোজ রাতে মুখ পরিষ্কার করে, তুলোতে ক্যালামাইন লাগিয়ে ব্রণর জায়গায় লাগিয়ে দিন ৷ সপ্তাহে একদিন এটা করলে ব্রণ দূর হবে ৷
ব্রণর জায়গায় বরফ ঘষে নিন ৷ দেখবেন ব্রণ তাড়াতাড়ি কমে যাবে ৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 15, 2016 6:54 PM IST