ওষুধ ছাড়াই পিঠের অসহ্য ব্যথা উধাও হবে! মানতে হবে সহজ এই নিয়মগুলি

Last Updated:

এই কয়েকটি ব্যায়াম করলে পাবেন কাঁধে ব্যথার সমস্যা থেকে মুক্তি

লকডাউনের পর ওয়ার্ক ফ্রম হওয়ার পর থেকে অভ্যেস বদলেছে মানুষের৷ ঠাঁয় একভাবে বসে ঘটছে বিপদ৷ কাঁধে পিঠে ব্যাথার সমস্যা হচ্ছে কমবেশি সকলেরই৷ সারাদিন বিছানায় ল্যপটপ নিয়ে কাজ করার ফলে শিড়দাঁড়া হয়ে যাচ্ছে দুর্বল৷ তবে এর কি কোনও সুরাহা নেই? একেবারেই না, এই কয়েকটি ব্যায়াম করলে পাবেন কাঁধে ব্যথার সমস্যা থেকে মুক্তি৷
পিঠ সোজা করে একটি চেয়ারে বসুন৷ ডান হাত দিয়ে আরেক হাতের কনুই ধরে বুকের সামনে চেপে ধরুন৷ বাঁ কাঁধে আরাম পাবেন৷ এইবর অন্য হাতে একই ব্যায়াম৷ হাত চেপে ধরুন ৫-১০ সেকেন্ডের জন্য৷ ফের করুন একই জিনিস৷ পিঠ সোজা করে একটি চেয়ারে বসুন৷ ডান হাত দিয়ে আরেক হাতের কনুই ধরে বুকের সামনে চেপে ধরুন৷ বাঁ কাঁধে আরাম পাবেন৷ এইবর অন্য হাতে একই ব্যায়াম৷ হাত চেপে ধরুন ৫-১০ সেকেন্ডের জন্য৷ ফের করুন একই জিনিস৷
advertisement
সোজা হয়ে দাঁড়ান৷ আপনার পিছনে আপনার দু-হাত সোজা করে হাততালি দিন৷ হাত জুড়ে থাকবে ৫-৭ সেকেন্ড, ১০-১৫বার করুন এটি৷ সোজা হয়ে দাঁড়ান৷ আপনার পিছনে আপনার দু-হাত সোজা করে হাততালি দিন৷ হাত জুড়ে থাকবে ৫-৭ সেকেন্ড, ১০-১৫বার করুন এটি৷
advertisement
সোজা হয়ে দাঁড়ান৷ পায়ের পাতা একে অপরের থেকে দূরে রাখুন সোজা করে৷ আপনার হাত মুরে কাঁধে রাখুন৷ এইবার কাঁধটা গোলগোল ঘোরান৷ সোজা হয়ে দাঁড়ান৷ পায়ের পাতা একে অপরের থেকে দূরে রাখুন সোজা করে৷ আপনার হাত মুরে কাঁধে রাখুন৷ এইবার কাঁধটা গোলগোল ঘোরান৷
advertisement
রিল্যাক্সড হয়ে দাঁড়ান৷ আপনার মাথা নীচু করে আপনার বাঁদিকে ৫ সেকেন্ড ঘোরান৷ এরপর আবার ডানদিকে৷ এইভাবে ১০-১৫বার করুন৷ রিল্যাক্সড হয়ে দাঁড়ান৷ আপনার মাথা নীচু করে আপনার বাঁদিকে ৫ সেকেন্ড ঘোরান৷ এরপর আবার ডানদিকে৷ এইভাবে ১০-১৫বার করুন৷
এরপর করুন গোমুক্ষনা আসন৷ সোজা হয়ে বসুন৷ আপনার পা-দুটো এমন করে মুরে নিন যাতে আপনার হাঁটু-দুটো উপর-নীচ থাকে৷ এরপর পিঠ দিয়ে ঘুরিয়ে একহাত উপর দিয়ে, অপর হাত নীচ দিয়ে ধরুন৷ ৩০ সেকেন্ড ধরে রাখুন৷ আবার অন্য হাত উপরে দিয়ে একই জিনিস করুন৷ এরপর করুন গোমুক্ষনা আসন৷ সোজা হয়ে বসুন৷ আপনার পা-দুটো এমন করে মুরে নিন যাতে আপনার হাঁটু-দুটো উপর-নীচ থাকে৷ এরপর পিঠ দিয়ে ঘুরিয়ে একহাত উপর দিয়ে, অপর হাত নীচ দিয়ে ধরুন৷ ৩০ সেকেন্ড ধরে রাখুন৷ আবার অন্য হাত উপরে দিয়ে একই জিনিস করুন৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ওষুধ ছাড়াই পিঠের অসহ্য ব্যথা উধাও হবে! মানতে হবে সহজ এই নিয়মগুলি
Next Article
advertisement
Nandigram: 'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
  • নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার৷

  • নন্দীগ্রামে শুভেন্দু জিতলে দল ছেড়ে দেবেন৷

  • ঘোষণা তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির৷

VIEW MORE
advertisement
advertisement