ওষুধ ছাড়াই পিঠের অসহ্য ব্যথা উধাও হবে! মানতে হবে সহজ এই নিয়মগুলি

Last Updated:

এই কয়েকটি ব্যায়াম করলে পাবেন কাঁধে ব্যথার সমস্যা থেকে মুক্তি

লকডাউনের পর ওয়ার্ক ফ্রম হওয়ার পর থেকে অভ্যেস বদলেছে মানুষের৷ ঠাঁয় একভাবে বসে ঘটছে বিপদ৷ কাঁধে পিঠে ব্যাথার সমস্যা হচ্ছে কমবেশি সকলেরই৷ সারাদিন বিছানায় ল্যপটপ নিয়ে কাজ করার ফলে শিড়দাঁড়া হয়ে যাচ্ছে দুর্বল৷ তবে এর কি কোনও সুরাহা নেই? একেবারেই না, এই কয়েকটি ব্যায়াম করলে পাবেন কাঁধে ব্যথার সমস্যা থেকে মুক্তি৷
পিঠ সোজা করে একটি চেয়ারে বসুন৷ ডান হাত দিয়ে আরেক হাতের কনুই ধরে বুকের সামনে চেপে ধরুন৷ বাঁ কাঁধে আরাম পাবেন৷ এইবর অন্য হাতে একই ব্যায়াম৷ হাত চেপে ধরুন ৫-১০ সেকেন্ডের জন্য৷ ফের করুন একই জিনিস৷ পিঠ সোজা করে একটি চেয়ারে বসুন৷ ডান হাত দিয়ে আরেক হাতের কনুই ধরে বুকের সামনে চেপে ধরুন৷ বাঁ কাঁধে আরাম পাবেন৷ এইবর অন্য হাতে একই ব্যায়াম৷ হাত চেপে ধরুন ৫-১০ সেকেন্ডের জন্য৷ ফের করুন একই জিনিস৷
advertisement
সোজা হয়ে দাঁড়ান৷ আপনার পিছনে আপনার দু-হাত সোজা করে হাততালি দিন৷ হাত জুড়ে থাকবে ৫-৭ সেকেন্ড, ১০-১৫বার করুন এটি৷ সোজা হয়ে দাঁড়ান৷ আপনার পিছনে আপনার দু-হাত সোজা করে হাততালি দিন৷ হাত জুড়ে থাকবে ৫-৭ সেকেন্ড, ১০-১৫বার করুন এটি৷
advertisement
সোজা হয়ে দাঁড়ান৷ পায়ের পাতা একে অপরের থেকে দূরে রাখুন সোজা করে৷ আপনার হাত মুরে কাঁধে রাখুন৷ এইবার কাঁধটা গোলগোল ঘোরান৷ সোজা হয়ে দাঁড়ান৷ পায়ের পাতা একে অপরের থেকে দূরে রাখুন সোজা করে৷ আপনার হাত মুরে কাঁধে রাখুন৷ এইবার কাঁধটা গোলগোল ঘোরান৷
advertisement
রিল্যাক্সড হয়ে দাঁড়ান৷ আপনার মাথা নীচু করে আপনার বাঁদিকে ৫ সেকেন্ড ঘোরান৷ এরপর আবার ডানদিকে৷ এইভাবে ১০-১৫বার করুন৷ রিল্যাক্সড হয়ে দাঁড়ান৷ আপনার মাথা নীচু করে আপনার বাঁদিকে ৫ সেকেন্ড ঘোরান৷ এরপর আবার ডানদিকে৷ এইভাবে ১০-১৫বার করুন৷
এরপর করুন গোমুক্ষনা আসন৷ সোজা হয়ে বসুন৷ আপনার পা-দুটো এমন করে মুরে নিন যাতে আপনার হাঁটু-দুটো উপর-নীচ থাকে৷ এরপর পিঠ দিয়ে ঘুরিয়ে একহাত উপর দিয়ে, অপর হাত নীচ দিয়ে ধরুন৷ ৩০ সেকেন্ড ধরে রাখুন৷ আবার অন্য হাত উপরে দিয়ে একই জিনিস করুন৷ এরপর করুন গোমুক্ষনা আসন৷ সোজা হয়ে বসুন৷ আপনার পা-দুটো এমন করে মুরে নিন যাতে আপনার হাঁটু-দুটো উপর-নীচ থাকে৷ এরপর পিঠ দিয়ে ঘুরিয়ে একহাত উপর দিয়ে, অপর হাত নীচ দিয়ে ধরুন৷ ৩০ সেকেন্ড ধরে রাখুন৷ আবার অন্য হাত উপরে দিয়ে একই জিনিস করুন৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ওষুধ ছাড়াই পিঠের অসহ্য ব্যথা উধাও হবে! মানতে হবে সহজ এই নিয়মগুলি
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement