জানেন কি ? কন্ডোম থেকেও হতে পারে মারাত্মক রোগ !

Last Updated:

ভালো জিনিস যে সব সময় ভালো হবে, তা কিন্তু একেবারেই নয় ৷ বরং ভালো জিনিস থেকেও হতে পারে মারাত্মক বিপত্তি ! যেমন

#কলকাতা: ভালো জিনিস যে সব সময় ভালো হবে, তা কিন্তু একেবারেই নয় ৷ বরং ভালো জিনিস থেকেও হতে পারে মারাত্মক বিপত্তি ! যেমন কন্ডোম ৷ সাধারণত আমরা জানি, কন্ডোম পরে যৌনতায় লিপ্ত হলে কোনও ধরণের যৌনরোগ হয় না ৷ কিন্তু চিকিৎসকরা মনে করছেন অনেক সময় কন্ডোম পরলে অন্য রোগে আক্রান্ত হয়ে পড়তে পারেন ৷
বেশিরভাগ কন্ডোম তৈরি হয় ল্যাটিক্স থেকে ৷ আর এই ল্যাটিক্স থেকে আসতে পারে বিপত্তি ৷ ডাক্তাররা বলেন, ল্যাটিক্স থেকে অনেক সময় ত্বকে হতে পারে এলার্জি ৷ এমনকী, এরকম অসুবিধা নিয়ে অনেকেই যান ডাক্তারের কাছে ৷ চিকিৎসকরা জানাচ্ছেন, যাদের ল্যাটিক্স নিয়ে সমস্যা রয়েছে ৷ তাঁরা ব্যবহার করতে পারেন সিন্থেটিকের তৈরি কন্ডোম ৷ এর ফলে স্কিন এলার্জি বা ইরিটেশন আর হবে না ৷
advertisement
advertisement
কন্ডোম ব্যবহার করলে সাধারণত যৌনরোগ হয় না ৷ তবে চিকিৎসকদের গবেষণায় এসেছে, কন্ডোম যৌনরোগ থেকে দূরে রাখলেও, এমন অনেক রোগ রয়েছে যা কন্ডোম আটকাতে পারে না ৷ কারণ, কন্ডোম যৌনঅঙ্গকে প্রোটেক্ট করলেও, বেশ কিছু অনাবৃত জায়গায় সংক্রমণ ঘটতে পারে ৷ ডাক্তাররা বলছেন যৌনাঙ্গে হারপিস জাতীয় রোগ থেকে বাঁচাতে পারে না কন্ডোম ৷ এমনকী, যৌনাঙ্গে ইনফেকশনও আটকাতে পারে না কন্ডোম !
advertisement
শুধু তাই নয়, চিকিৎসকরা বলছেন কন্ডোম কেনার সময় অবশ্যই দেখতে হবে এক্সপেয়ারি ডেট ৷ কারণ, তারিখ পেরিয়ে যাওয়া কন্ডোম ব্যবহার করলে যৌনরোগ হতে পারে ৷ এমনকী, হতে পার অবাঞ্ছিত মাতৃত্বও ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
জানেন কি ? কন্ডোম থেকেও হতে পারে মারাত্মক রোগ !
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement