Waxing Tips|| বিয়ের আগে ওয়াক্সিং করবেন? এই ৩ বিষয় কখনও ভুলবেন না, বড় সমস্যা হতে পারে

Last Updated:

Waxing Tips: শেভিং-এর বদলে ওয়াক্সিং করলে যেমন কম সময়ে হেয়ার গ্রোথ হয় না তেমনই রেজারে ত্বক কেটে যাওয়ারও ভয় নেই।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
#কলকাতা: ওয়াক্সিং করলে বেশ অনেকদিনের জন্য হেয়ার রিমুভালের সমস্যা আর থাকে না। আর কনের সাজের আগে ওয়াক্সিং করতে কে না চায়! আসলে ওয়াক্সিং শুধু ত্বকের স্তর থেকে নয়, গোড়া থেকে রোম তুলে দেয়। তাই বিয়ের ঠিক আগে ওয়াক্সিং করলে বিয়ে এবং হানিমুন পর্যন্ত আর শেভ করার দরকার পড়ে না। ফলে বিয়ের সময়ে যে কোনও পছন্দের পোশাকেই স্বচ্ছন্দ বোধ করা যায়। তা ছাড়া শেভিং-এর বদলে ওয়াক্সিং করলে যেমন কম সময়ে হেয়ার গ্রোথ হয় না তেমনই রেজারে ত্বক কেটে যাওয়ারও ভয় নেই। সঙ্গে অন্তত এক মাস ত্বক থাকে নরম এবং রোমহীন। তবে তিনটি বিষয় মাথায় না রাখলেই নয়।
ভাল মানের ওয়াক্স বাছাই: হবু কনের জন্যে ভাল মানের ওয়াক্স বাছাই করা খুবই জরুরি। ত্বককে মসৃণ রাখতে গোল্ড সলিউবল ওয়াক্সিং করা যায়। আবার খুব একটা ঝুঁকি নিতে না চাইলে লাইপোসলিউবল রেঞ্জের রোল অন ওয়াক্স ব্যবহার করা যায়। আরও একটি সফট ওয়াক্স হল মাইক্রোওয়েভ ওয়াক্সের সুপিরিয়র এইচডি টাইটানিয়াম ফর্মুলা। এটি ইনগ্রোন হেয়ার তুলতে সাহায্য করে। ফলে ত্বক মসৃণ, নরম থাকে। সফট ওয়াক্স ছাড়াও রয়েছে বিডের আকারে ওয়াক্স যা মুখ, বাহুমূল ইত্যাদির মতো জায়গায় সংবেদনশীল রোম তুলতে সাহায্য করে।
advertisement
আরও পড়ুনঃ লম্বা নাকি কোঁকড়া, চুল অনুযায়ী বেছে নিন চিরুনি, তবেই পারফেক্ট হবে চুল
ওয়াক্সিং-এর আগে এবং পরের নিয়ম: যে কোনও সময়ে ওয়াক্সিং-এর আগে এবং পরে অবশ্যই ত্বকের যত্ন নেওয়া উচিত। ওয়াক্সিং-এর আগে জেল লাগালে ত্বক যেমন পরিষ্কার হয়ে যায় তেমনই তা মসৃণভাবে হেয়ার রিমুভাল করতেও সাহায্য করে। একই সঙ্গে ওয়াক্সের কোনও অবশিষ্টাংশ যাতে না থাকে তাই পোস্ট ওয়াক্সিং করা যায়৷ এর ফলে ত্বক নরম থাকে!
advertisement
advertisement
ম্যানিকিওর, পেডিকিওরে প্যারাফিন: ত্বকে একটু বেশি রিল্যাক্সেশন এবং পুষ্টি জোগাতে চাইলে ম্যানিকিওর ও পেডিকিওরে প্যারাফিন যোগ করা দরকার। প্যারাফিন থেরাপি খুব ভাল ভাবে হাইড্রেট করে ত্বককে কোমল, নরম করে এবং আবহাওয়ার জন্যে হওয়া ত্বকের শুষ্কতা রোধ করে। এটি রক্ত সঞ্চালন বাড়ায় বলে শক্ত হয়ে যাওয়া পেশি এবং জয়েন্টের রিল্যাক্সিং হিট থেরাপি হিসাবে কাজ করে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Waxing Tips|| বিয়ের আগে ওয়াক্সিং করবেন? এই ৩ বিষয় কখনও ভুলবেন না, বড় সমস্যা হতে পারে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement