ইনস্টাগ্রামে অনেকে প্রোপোজ করছে : দীতিপ্রিয়া রায়
Last Updated:
এই সময়ের পয়লা নম্বর বাংলা ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমনি’ ৷ আর সেই পয়লা নম্বর ধারাবাহিকের নায়িকা দীতিপ্রিয়াই টেলিজগতের পয়লা নম্বর পছন্দ ৷
#কলকাতা: এই সময়ের পয়লা নম্বর বাংলা ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমনি’ ৷ আর সেই পয়লা নম্বর ধারাবাহিকের নায়িকা দীতিপ্রিয়াই টেলিজগতের পয়লা নম্বর পছন্দ ৷ পছন্দ আপামর বাঙালিরও ৷ তবে দীতিপ্রিয়া এখন সবার কাছে ‘করুণাময়ী রাণি’-ই ৷ ছোট্ট দীতিপ্রিয়ার সুচারু অভিনয়ে মুগ্ধ সকলেই ৷ প্রশংসাও জুটছে ভুরি ভুরি ৷ আর একজন অভিনেত্রীর কাছে এর চেয়ে আনন্দের তো কিছুই হয় না তাই না ৷ চলার নিয়মে ধারাবাহিকের সময় এগিয়েছে ৷ চরিত্রদেরও বয়স এগিয়েছে বেশ কয়েক বছর ৷ বয়সের তুলনায় খানিকটা বড় বয়সের চরিত্র ফুটিয়ে তোলার চ্যালেঞ্জটা কিন্তু বেশ শক্ত ৷ আর সেই চরিত্র সঠিক ভাবে ফুটিয়ে তুলতে কঠিন পরিশ্রম করছেন অভিনেত্রী ৷ শুটিংয়ের ব্যস্ততাও প্রচুর ৷ তার মাঝেই নিউজ এইটিনের পাঠকদের জন্য একডজন ‘পয়লা’র উত্তর দিলেন দীতিপ্রিয়া রায় ৷
পয়লা প্রোপোজ: প্রোপোজ ঠিকঠাক কেউ করেনি ৷ তবে ইনস্টাগ্রামে অনেকে প্রোপোজ করছে ৷
পয়লা থাপ্পড়: মায়ের কাছে ৷
advertisement
পয়লা আপস: এটা না ঠিক বুঝি না ৷
পয়লা ইন্টারভিউ: ‘মা’ সিরিয়াল করার সময় পাবলিশ হয়েছিল ৷
পয়লা চিঠি: চিঠি আর কেই বা পাঠায় এখন!
advertisement
পয়লা কাছে পাওয়া: মায়ের আদর ৷
পয়লা ভুলে যাওয়া: এমন কিছু হয়নি ৷
পয়লা উপহার: মনে নেই ৷
পয়লা নেশা: ছবি আঁকা ৷
পয়লা প্রতিশ্রুতি: নিজের কাছে নিজে দুটো প্রতিশ্রুতি দিয়েছি ৷ এক-ভালো মানুষ হব আর দুই-ভালো অভিনেত্রী হব ৷
advertisement
পয়লা পকেটমানি: পাই-ই না ৷
পয়লা রোজগার: এক্কেবারে ছোট্টবেলায় ‘এই ঘর এই সংসার’ নামে একটা সিরিয়ালে অভিনয় করে ৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 15, 2018 1:33 PM IST