আগ্রাসী মেজাজে বামকর্মী-সমর্থকরা, আইন অমান্য ঘিরে ধুন্ধুমার রাজ্যে
Last Updated:
রাজ্য জুড়ে দিনভর দাপটের সঙ্গে কর্মসূচি পালন করতে দেখা গেল বাম কর্মী-সমর্থকদের ৷
#কলকাতা: দেশজুড়ে আইন অমান্য কর্মসূচিতেই স্পষ্ট বামেদের অবস্থান। রাজ্য জুড়ে দিনভর দাপটের সঙ্গে কর্মসূচি পালন করতে দেখা গেল বাম কর্মী-সমর্থকদের ৷ কলকাতায় সিটুর নেতৃত্বে আইন অমান্য হলেও কোথাও পরিস্থিতি আয়ত্তের বাইরে যায়নি। তবে জায়গায় জায়গায় বাম মিছিলে ইঁট, বোমা ছোঁড়ার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ৷ বামেদের জেল ভরো কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে আক্রান্ত হন সুজন চক্রবর্তী ৷
লোকসভা ভোটে মোদি বিরোধী জোটে সামিল হতে বামেদের অনীহা স্পষ্ট। কারণ বিজেপির পাশাপাশি তৃণমূলও ঘোষিত শত্রু। তবে কী একলা চলোই সম্বল? আইন অমান্য কর্মসূচিতে বাম নেতৃত্বের তেমনই ইঙ্গিত। সাংগঠনিক শক্তি ঝালিয়ে নিতেই এদিন আইন অমান্যের ডাক দেয় বামেরা।
জাতীয় রাজনীতিতে মোদি বিরোধী রাজনীতির প্রস্তুতি তুঙ্গে। তবে জোট নিয়ে রাজ্যের বাম নেতৃত্বের অনীহা অনেকটাই স্পষ্ট। দলের শীর্ষ কমিটি এতে সায় দেয় কিনা, তা অবশ্য দেখার বিষয়। তবে রাজ্য ও জাতীয় স্তরে তৃণমূলের বিরুদ্ধে সুর নরম করতে নারাজ বাম নেতৃত্ব।
advertisement
advertisement
কলকাতায় রাণী রাসমণিতে ব্যারিকেড ভাঙতে চেষ্টা করলে কিছুটা উত্তেজনা তৈরি হয়। বালুরঘাটে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জেলাশাসকের দফতর ভাঙচুরের অভিযোগ। এক সিভিক ভলান্টিয়ার সব আহত তিনজন।
ডায়মন্ডহারবার বামেদের জেল ভরো কর্মসূচিতে যাওয়ার পথে আক্রান্ত হন সুজন চক্রবর্তী ৷ গাড়ি আটকে ইট ও বোমা মারারও অভিযোগ ৷
advertisement
পরিস্থিতি উত্তেজক হয় আলিপুরদুয়ারেও ৷ জেলাশাসকদের দফতরের সামনে বিক্ষোভে লাঠিচার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। চলে টিয়ারগ্যাস। মালদহে বাম কর্মী সমর্থকরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে খন্ডযুদ্ধ হয়। আইন অমান্য কর্মসূচি ঘিরে রীতিমতো ধুন্ধুমার পুরুলিয়াতেও ৷
দিল্লিতে তৃণমূলের তরফে স্পষ্ট করা হয়েছে, মোদি বিরোধী সব দলকে সামিল করেই জোটের উদ্যোগ হচ্ছে। রাজ্যে একের পর এক ভোটে কোনঠাসা বামেরা ৷ তাই কী তৃণমূলের ছোঁয়াএড়াতে মরিয়া বামেরা?
view commentsLocation :
First Published :
August 09, 2018 8:00 PM IST