লালুপ্রসাদের ছেলে তেজপ্রতাপের বিয়েতে সপরিবারে নিমন্ত্রিত সনিয়া
Last Updated:
আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপের বিয়ে আগামী ১২ মে ৷ সেই উপলক্ষেই বাড়িতে এখন সাজসাজ রব ৷ চরম ব্যস্ততার মধ্যেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ৷ কোনও রকমের ঘাটতি যেন না থাকে এই বহু চর্চিত বিয়ে বাড়িতে, সেই দিকেই সতর্ক সবাই ৷
#নয়াদিল্লি: আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপের বিয়ে আগামী ১২ মে ৷ সেই উপলক্ষেই বাড়িতে এখন সাজসাজ রব ৷ চরম ব্যস্ততার মধ্যেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ৷ কোনও রকমের ঘাটতি যেন না থাকে এই বহু চর্চিত বিয়ে বাড়িতে, সেই দিকেই সতর্ক সবাই ৷
পুরো পরিবারই এখন ব্যস্ত নিমন্ত্রণ পর্ব সারতে ৷ এর মধ্য়ে লালুর দুই মেয়ে রাজলক্ষ্মী ও রাগিনী ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধির বাসভবনে কয়েকজন আত্মীয় স্বজনকে নিয়ে উপস্থিত হয়ে সপরিবারে সনিয়াকে ভাইয়ের বিয়েতে নিমন্ত্রণ করে আসেন ৷
advertisement
advertisement
পরে রাজলক্ষ্মী সনিয়া গান্ধির সঙ্গে দেখা হয়ে খুব ভাল লেগেছে জানিয়ে সনিয়ার সঙ্গে তোলা ছবি শেয়ার করেন সোশ্যাল সাইটে ৷
Location :
First Published :
May 03, 2018 4:58 PM IST