জোমাটোর গাড়ি দেখলেই মুখে হাসি ফোটে ওদের, 'রোল কাকু' এবার খেতে দেবে...

Last Updated:
#কলকাতা: কাস্টমার খাবারের অর্ডার ক্যানসেল করলেই চোখদুটো জ্বলজ্বল করে ওঠে তার৷ এই খাবার দিয়েই যে ওদের মুখে হাসি ফোটাতে পারবে৷ সারাদিন পর ক্ষুধার্ত, শুকনো মুখগুলোর হাতে যখন এগ রোল, চিকেন রোল, চাইনিজ খাবার, বিরিয়ানি তুলে দেন, তাদের মুখের সেই তৃপ্তির হাসিতেই বুকটা ভরে ওঠে ওদের প্রিয় রোল কাকুর৷
চার বছর আগেও কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কাজ করতেন পথিকৃত সাহা৷ জানান, "একদিন দমদমের কাছে রাস্তা পার হচ্ছিলাম৷ রোগাপাতলা, অপরিচ্ছন্ন এক কিশোর এসে হঠাৎই আমার পায়ে লুটিয়ে পড়ে৷ টাকার জন্য পাগলের মতো করতে থাকে৷ বুঝতে পারি, ও মাদকাসক্ত৷ আমি ওকে থামাতে চেষ্টা করি৷ না পেরে একসময় ওকে চড় মারি৷ তারপর নিজেই ভেঙে পড়ি৷ এখান থেকেই আমার গল্প শুরু৷"
advertisement
সেদিন থেকেই ওদের জীবন বদলে দেওয়ার চেষ্টা শুরু করেন পথিকৃত৷ সন্ধে হলেই ফুটপাথে শুরু হতো তার ফ্রি টিউশন ক্লাস৷ ১৭টি শিশুকে নিয়ে পড়ানো শুরু করেন তিনি৷ পড়ানোর পাশাপাশি পথিকৃত অনুভব করেছিলেন ওদের কিছু রোজগারেরও প্রয়োজন৷ রাস্তার পাশেই জুস ও জলের বোতলের দোকান খুলে দেন৷ তবে দিনের শেষে যে সবচেয়ে জরুরি জঠর জ্বালা মেটানো!
advertisement
advertisement
pathikrit
ওদের মুখে খাবার তুলে দেওয়ার টানেই চাকরি ছেড়ে দেন পথিকৃত৷ "নিজের পরিবারটাকেও টানতে হবে তো৷ তিন মাস আগে তাই জোম্যাটোতে ডেলিভারি এক্সিকিউটিভ হিসেবে কাজ শুরু করি৷ দমদম এলাকার এক দয়ালু রেস্তোরাঁ মালিকের সঙ্গে বন্ধুত্ব হয় আমার৷ তারপর থেকেই জোম্যাটোতে ওর রেস্তোরাঁ থেকে অর্ডার দেওয়া খাবার কেউ ক্যানসেল করলেই সেই খাবার তুলে দিই পথশিশুদের মুখে৷ ওর রেস্তোরাঁর বাড়তি খাবারও থাকে ওদের জন্যই৷ এতেই ওদের কখনও সন্ধেবেলার জলখাবার, কখনও রাতের খাবার হয়ে যায়৷"
advertisement
অন্য রেস্তোরাঁ ও ডেলিভারি বয়দেরও এই কাজে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন পথিকৃত৷ তিনি জানান, "যখনই কোনও কাস্টমার ফুড ডেলিভারি অ্যাপে খাবারের অর্ডার ক্যানসেল করেন রেস্তোরাঁগুলো যদি খাবার তৈরি করে ফেলে তাহলে টাকা রিফান্ড পেয়ে যায়৷ তখন বেশিরভাগ সময়ই রেস্তোরাঁগুলো ডেলিভারি বয়দের হাতে খাবার তুলে দেয়৷ যদি ডেলিভার দেওয়ার পথে খাবারের অর্ডার ক্যানসেল হয় তখন জোমাটো কাস্টমার কেয়ার ডেলিভারি বয়দের সেই খাবার বাড়ি নিয়ে যাওয়ার নির্দেশ দেয়৷ আমি সেই খাবারই ওদের মুখে তুলে দিই৷ যদি সব ডেলিভারি বয়ই এভাবে নিজেদের এলাকার ক্ষুধার্ত শিশুদের মুখে খাবার তুলে দিতে পারে তাহলে অনেক শিশুকেই পেটে কিল মেরে ঘুমোতে যেতে হবে না৷"
বাংলা খবর/ খবর/কলকাতা/
জোমাটোর গাড়ি দেখলেই মুখে হাসি ফোটে ওদের, 'রোল কাকু' এবার খেতে দেবে...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement