#কলকাতা: ফের বিতর্কে গায়ক রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। রূপঙ্কর ও কম্পোজার পার্থ বন্দ্যোপাধ্যায়ের নামে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করলেন এক ইউটিউবার। অভিযোগের সূত্রে ওই মহিলা জানিয়েছেন, তিনিও গায়িকা। নাম মনোরমা ঘোষাল। নিউটাউনের বাসিন্দা। রূপঙ্করদের বিরুদ্ধে গান চুরি করার অভিযোগ তুলেছেন তিনি। ঘটনার তদন্তে নিউটাউন থানার পুলিশ।
মনোরমা ঘোষাল নামে ওই মহিলার অভিযোগ, তিনি নিউটাউন থানায় এসেছেন তার কারণ তাঁর নিজের যে গান, সেই গান চুরি করে আর একজন গেয়েছেন। তাঁর কথায়, ''যিনি কম্পোজার পার্থ বন্দ্যোপাধ্যায় ও যিনি গেয়েছেন, সেই রূপঙ্কর বাগচী, দুজনের নামে জেনারেল ডাইরি করতে এসেছি। ৬ মাস আগে আমার চ্যানেলে গানটা আপলোড হয়ে যায়। ভিডিও করে গানটি বাজারে ছেড়েছিলাম এবং কম্পোজার পার্থ বন্দ্যোপাধ্যায় পুরো পারিশ্রমিক নিয়ে গানটি আমাকে দিয়েছিলেন। আমি গানটি করি। ওঁকে এটাও বলা হয়েছিল, এটা আমার সম্পূর্ণ নিজের গান। আপনি খুব ভালো করে দেখবেন গানটি যাতে সবার কাছে পৌঁছয়। প্রমোশন করুন, প্রমোট করুন। তার জন্য উনি যথেষ্ট টাকা নিয়েছিলেন।''
আরও পড়ুন: কলকাতা থেকে ঢাকা যাচ্ছিল বাস, থামানো হল পদ্মা সেতুর উপর! যা মিলল, চক্ষু চড়কগাছ সকলের
অভিযোগকারিনীর দাবি, সপ্তাহ খানেক আগে পার্থ বন্দ্যোপাধ্যায় এসএমএস করে বলেন, ''আমি অনুরোধ করছি কিছুদিনের জন্য গানটি তুমি মিউট করে দাও। তুমি পাবলিক করো না গানটি। কেন জিজ্ঞাসা করলে বলেন রূপঙ্কর বাগচীর ব্যাপার। বিষয়টি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। গতকাল 'সাগর তুমি..' গানটা যখন চালাতে যাই. দেখি আমার গানটা আসছে না ইউটিউব চ্যানেল থেকে স্ট্রাইক করে দেওয়া হয়েছে। অথচ রূপঙ্করের গানটা বাজছে। গতকাল রূপঙ্করের গানটা বেরিয়েছে। জুনের ২৫ তারিখ রূপঙ্করকে ফোন করা হয়েছিল, হোয়াটসঅ্যাপও করা হয়েছিল। ভিডিওটির লিংক পাঠানো হয়েছিল। সেইসঙ্গে বিস্তারিত লিখে দেওয়া হয়েছিল। আমার যিনি অভিভাবক তিনি লিখে দিয়েছিলেন যে গানটি ইতিমধ্যেই গাওয়া হয়ে গেছে। একজন গেয়েছেন। এটা দ্বিতীয় বার করে হতে পারে না। তা সত্ত্বেও গানটি চালানো হয়।''
আরও পড়ুন: বিরাট খবর, স্কুল শিক্ষকদের আর প্রাইভেট টিউশন নয়-বন্ধ কোচিংয়ে পড়ানোও! নির্দেশ রাজ্যের
মহিলার দাবি, ''এখন আমি চাইছি ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আর যে চ্যানেল থেকে ওরা গানটি স্ট্রাইক করে দিয়েছিল, সেই ওরাই যেন গানটি যেন আবার রিলিজ করে দেয়। আমার ইউটিউব চ্যানেল রয়েছে, যার নাম মনোরমা মিউজিক। আমার গানটি চুরি করেছেন ওঁরা। একদম স্পষ্ট কথায়, আমার গান আমার অনুমতি ছাড়া কপি রাইট বার করে ওরা চুরি করেছেন। সেটা কেন করবেন?''
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rupankar, Rupankar Bagchi, Youtuber