Rupankar Bagchi: গান চুরি! বিস্ফোরক অভিযোগ ইউটিউবারের, ফের চরম বিড়ম্বনায় রূপঙ্কর!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Rupankar Bagchi: মনোরমা ঘোষাল নামে ওই মহিলার অভিযোগ, তিনি নিউটাউন থানায় এসেছেন তার কারণ তাঁর নিজের যে গান, সেই গান চুরি করে আর একজন গেয়েছেন। তাঁর কথায়, ''যিনি কম্পোজার পার্থ বন্দ্যোপাধ্যায় ও যিনি গেয়েছেন, সেই রূপঙ্কর বাগচী, দুজনের নামে জেনারেল ডাইরি করতে এসেছি।''
#কলকাতা: ফের বিতর্কে গায়ক রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। রূপঙ্কর ও কম্পোজার পার্থ বন্দ্যোপাধ্যায়ের নামে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করলেন এক ইউটিউবার। অভিযোগের সূত্রে ওই মহিলা জানিয়েছেন, তিনিও গায়িকা। নাম মনোরমা ঘোষাল। নিউটাউনের বাসিন্দা। রূপঙ্করদের বিরুদ্ধে গান চুরি করার অভিযোগ তুলেছেন তিনি। ঘটনার তদন্তে নিউটাউন থানার পুলিশ।
মনোরমা ঘোষাল নামে ওই মহিলার অভিযোগ, তিনি নিউটাউন থানায় এসেছেন তার কারণ তাঁর নিজের যে গান, সেই গান চুরি করে আর একজন গেয়েছেন। তাঁর কথায়, ''যিনি কম্পোজার পার্থ বন্দ্যোপাধ্যায় ও যিনি গেয়েছেন, সেই রূপঙ্কর বাগচী, দুজনের নামে জেনারেল ডাইরি করতে এসেছি। ৬ মাস আগে আমার চ্যানেলে গানটা আপলোড হয়ে যায়। ভিডিও করে গানটি বাজারে ছেড়েছিলাম এবং কম্পোজার পার্থ বন্দ্যোপাধ্যায় পুরো পারিশ্রমিক নিয়ে গানটি আমাকে দিয়েছিলেন। আমি গানটি করি। ওঁকে এটাও বলা হয়েছিল, এটা আমার সম্পূর্ণ নিজের গান। আপনি খুব ভালো করে দেখবেন গানটি যাতে সবার কাছে পৌঁছয়। প্রমোশন করুন, প্রমোট করুন। তার জন্য উনি যথেষ্ট টাকা নিয়েছিলেন।''
advertisement
advertisement
অভিযোগকারিনীর দাবি, সপ্তাহ খানেক আগে পার্থ বন্দ্যোপাধ্যায় এসএমএস করে বলেন, ''আমি অনুরোধ করছি কিছুদিনের জন্য গানটি তুমি মিউট করে দাও। তুমি পাবলিক করো না গানটি। কেন জিজ্ঞাসা করলে বলেন রূপঙ্কর বাগচীর ব্যাপার। বিষয়টি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। গতকাল 'সাগর তুমি..' গানটা যখন চালাতে যাই. দেখি আমার গানটা আসছে না ইউটিউব চ্যানেল থেকে স্ট্রাইক করে দেওয়া হয়েছে। অথচ রূপঙ্করের গানটা বাজছে। গতকাল রূপঙ্করের গানটা বেরিয়েছে। জুনের ২৫ তারিখ রূপঙ্করকে ফোন করা হয়েছিল, হোয়াটসঅ্যাপও করা হয়েছিল। ভিডিওটির লিংক পাঠানো হয়েছিল। সেইসঙ্গে বিস্তারিত লিখে দেওয়া হয়েছিল। আমার যিনি অভিভাবক তিনি লিখে দিয়েছিলেন যে গানটি ইতিমধ্যেই গাওয়া হয়ে গেছে। একজন গেয়েছেন। এটা দ্বিতীয় বার করে হতে পারে না। তা সত্ত্বেও গানটি চালানো হয়।''
advertisement
মহিলার দাবি, ''এখন আমি চাইছি ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আর যে চ্যানেল থেকে ওরা গানটি স্ট্রাইক করে দিয়েছিল, সেই ওরাই যেন গানটি যেন আবার রিলিজ করে দেয়। আমার ইউটিউব চ্যানেল রয়েছে, যার নাম মনোরমা মিউজিক। আমার গানটি চুরি করেছেন ওঁরা। একদম স্পষ্ট কথায়, আমার গান আমার অনুমতি ছাড়া কপি রাইট বার করে ওরা চুরি করেছেন। সেটা কেন করবেন?''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 30, 2022 3:08 PM IST