Padma Setu | Bangladesh: কলকাতা থেকে ঢাকা যাচ্ছিল বাস, থামানো হল পদ্মা সেতুর উপর! যা মিলল, চক্ষু চড়কগাছ সকলের
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Padma Setu | Bangladesh: এবার কলকাতা থেকে ঢাকাগামী একটি বাসকে আটকানো হল পদ্মা সেতুর উপরই।
চালু হয়ে গিয়েছে বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু (Padma Setu)। এই সেতু চালু হওয়ায় ঢাকার সঙ্গে দূরত্ব কমে গিয়েছে কলকাতার। বাণিজ্যিক লাভ পেতে আশাবাদী ব্যবসায়ীরাও। একই সঙ্গে ভোগান্তি কমবে যাত্রীদেরও। পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে গাড়ির দীর্ঘ লাইন, প্রতিকূল আবহাওয়া, ফেরিতে ওঠার বিড়ম্বনা সব মিলেয়ে যাত্রীরা পরিত্রাণ পাবে এমন হয়রানি থেকে। পদ্মা সেতু পাড়ি দিয়ে একবারে সরাসরি বেনাপোল ইমিগ্রেশনে- এমন স্বপ্ন দেখছেন ভারতগামীরা। এই পরিস্থিতিতে এবার কলকাতা থেকে ঢাকাগামী একটি বাসকে আটকানো হল পদ্মা সেতুর উপরই।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
প্রতিদিন গড়ে ঢাকা-কলকাতা রুটে চলাচল করে ছয়টি পরিবহনের ৩০টি যাত্রীবাহী বাস। বাসগুলিতে প্রতিদিন গড়ে যাতায়াত করেন প্রায় এক হাজার বাংলাদেশি ও ভারতীয় পর্যটক। এদের কেউ চিকিৎসা করতে আসেন, কেউ বা ব্যবসা ও বেড়ানোর কাজে। প্রতিদিন গড়ে সাড়ে ছয় থেকে সাত হাজার বাংলাদেশি পর্যটক ভারতে প্রবেশ করেন। যাদের মধ্যে ৭০ শতাংশই থাকেন কলকাতায়।