চালু হয়ে গিয়েছে বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু (Padma Setu)। এই সেতু চালু হওয়ায় ঢাকার সঙ্গে দূরত্ব কমে গিয়েছে কলকাতার। বাণিজ্যিক লাভ পেতে আশাবাদী ব্যবসায়ীরাও। একই সঙ্গে ভোগান্তি কমবে যাত্রীদেরও। পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে গাড়ির দীর্ঘ লাইন, প্রতিকূল আবহাওয়া, ফেরিতে ওঠার বিড়ম্বনা সব মিলেয়ে যাত্রীরা পরিত্রাণ পাবে এমন হয়রানি থেকে। পদ্মা সেতু পাড়ি দিয়ে একবারে সরাসরি বেনাপোল ইমিগ্রেশনে- এমন স্বপ্ন দেখছেন ভারতগামীরা। এই পরিস্থিতিতে এবার কলকাতা থেকে ঢাকাগামী একটি বাসকে আটকানো হল পদ্মা সেতুর উপরই।
প্রতিদিন গড়ে ঢাকা-কলকাতা রুটে চলাচল করে ছয়টি পরিবহনের ৩০টি যাত্রীবাহী বাস। বাসগুলিতে প্রতিদিন গড়ে যাতায়াত করেন প্রায় এক হাজার বাংলাদেশি ও ভারতীয় পর্যটক। এদের কেউ চিকিৎসা করতে আসেন, কেউ বা ব্যবসা ও বেড়ানোর কাজে। প্রতিদিন গড়ে সাড়ে ছয় থেকে সাত হাজার বাংলাদেশি পর্যটক ভারতে প্রবেশ করেন। যাদের মধ্যে ৭০ শতাংশই থাকেন কলকাতায়।