কলকাতা: আক্রান্ত আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি৷ ডিএ-র দাবিতে সরকারি কর্মচারীদের ধর্না মঞ্চে বক্তব্য রাখার সময় মঞ্চে উঠে আইএসএফ বিধায়ককে ধাক্কা মারেন এক অজ্ঞাতপরিচয় যুবক৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত অন্যান্যরা ওই যুবককে ধরে ফেলেন৷ যুবককে মারধরেও উদ্যত হয় জনতা৷ যদিও আইএসএফ বিধায়ক নিজেই তাঁদের নিরস্ত করেন৷ পরে ওই যুবককে ধরে ময়দান থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷
গত ৫০ দিনেরও বেশি শহিদ মিনারের নীচে ডিএ-এর দাবিতে ধর্না দিচ্ছেন সরকারি কর্মচারীরা৷ সংগ্রামী যৌথ মঞ্চের নামে এই অবস্থান বিক্ষোভ চলছে৷
আরও পড়ুন: অবশেষে বিধানসভায় পা রাখলেন নওশাদ, বললেন, 'মানুষের কথা বলব!'
কয়েকদিন আগেও ওই ধর্না মঞ্চে গিয়ে কর্মচারীদের দাবিকে সমর্থন জানিয়েছিলেন আইএসএফ বিধায়ক৷ এ দিন ফের সেখানে যান তিনি৷ মঞ্চে আইএসএফ বিধায়ক যখন বক্তব্য রাখছিলেন, তখন আচমকাই মঞ্চে উঠে নওসাদের সামনে গিয়ে দাঁড়ান এক যুবক৷ নওশাদকে কিছু প্রশ্ন করেন তিনি৷ নওশাদকে কিছু জবাব দিতেও দেখা যায়৷ এর পর মুহূর্তেই বিধায়ককে ধাক্কা মারেন ওই যুবক৷ জানা গিয়েছে ধৃত ওই যুবক হাওড়ার বাঁকড়ার বাসিন্দা৷
এই ঘটনায় প্রাথমিক ভাবে কিছুটা থতমত খেয়ে যান নওশাদ নিজেও৷ ততক্ষণে মঞ্চে উপস্থিত বাকিরা ওই যুবককে ঘিরে ধরেন৷ ধাক্কাধাক্কিও শুরু হয়৷ পরিস্থিতি শান্ত করতে নওশাদ নিজেই ওই যুবককে কিছু না বলার জন্য মাইকে অনুরোধ জানান৷ এই ঘটনা ষড়যন্ত্র বলেও আশঙ্কা প্রকাশ করতে শোনা যায় তাঁকে৷
আরও পড়ুন: কোন চাঞ্চল্যকর তথ্য লুকিয়ে নওশাদের মোবাইলে? ফরেন্সিক পরীক্ষা করানোর আর্জি পেশ আদালতে
আইএসএফ-এর প্রতিষ্ঠা দিবসে ধর্মতলা গন্ডগোলের জেরে নওশাদকে গ্রেফতার করেছিল পুলিশ৷ দেড় মাসেরও বেশি জেল বন্দি থাকার পর সম্প্রতি জামিন পেয়েছেন তিনি৷ তার পরেই তাঁকে ধাক্কা মারার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷
যদিও বিধায়ককে এ ভাবে ধাক্কা মারার ঘটনার নিন্দা করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ৷ একই সঙ্গে ডিএ ধর্না মঞ্চের নামে নাটক চলছে বলে অভিযোগ করেন কুণাল৷ তাই এই ঘটনাও তৃণমূলকে বদনাম করতে কোনও নাটক কি না, সেই সংশয় প্রকাশ করেছেন তৃণমূল নেতা৷ ঘটনার তীব্র সমালোচনা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Naushad Siddiqui