হোম /খবর /কলকাতা /
ডিএ ধর্না মঞ্চে বিধায়ক নওশাদকে ধাক্কা! ধৃত যুবক, নিন্দা করেও সন্দেহ কুণালের

Naushad Siddiqui attacked: ডিএ ধর্না মঞ্চে বিধায়ক নওসাদ সিদ্দিকিকে ধাক্কা! ধৃত হামলাকারী যুবক, নিন্দা করেও সন্দেহ কুণালের

নওশাদকে ধাক্কার মুহূর্ত।

নওশাদকে ধাক্কার মুহূর্ত।

কয়েকদিন আগেও ওই ধর্না মঞ্চে গিয়ে কর্মচারীদের দাবিকে সমর্থন জানিয়েছিলেন আইএসএফ বিধায়ক৷ এ দিন ফের সেখানে যান তিনি৷

  • Share this:

কলকাতা: আক্রান্ত আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি৷ ডিএ-র দাবিতে সরকারি কর্মচারীদের ধর্না মঞ্চে বক্তব্য রাখার সময় মঞ্চে উঠে আইএসএফ বিধায়ককে ধাক্কা মারেন এক অজ্ঞাতপরিচয় যুবক৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত অন্যান্যরা ওই যুবককে ধরে ফেলেন৷ যুবককে মারধরেও উদ্যত হয় জনতা৷ যদিও আইএসএফ বিধায়ক নিজেই তাঁদের নিরস্ত করেন৷ পরে ওই যুবককে ধরে ময়দান থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷

গত ৫০ দিনেরও বেশি শহিদ মিনারের নীচে ডিএ-এর দাবিতে ধর্না দিচ্ছেন সরকারি কর্মচারীরা৷ সংগ্রামী যৌথ মঞ্চের নামে এই অবস্থান বিক্ষোভ চলছে৷

আরও পড়ুন: অবশেষে বিধানসভায় পা রাখলেন নওশাদ, বললেন, 'মানুষের কথা বলব!'

কয়েকদিন আগেও ওই ধর্না মঞ্চে গিয়ে কর্মচারীদের দাবিকে সমর্থন জানিয়েছিলেন আইএসএফ বিধায়ক৷ এ দিন ফের সেখানে যান তিনি৷ মঞ্চে আইএসএফ বিধায়ক যখন বক্তব্য রাখছিলেন, তখন আচমকাই মঞ্চে উঠে নওসাদের সামনে গিয়ে দাঁড়ান এক যুবক৷ নওশাদকে কিছু প্রশ্ন করেন তিনি৷ নওশাদকে কিছু জবাব দিতেও দেখা যায়৷ এর পর মুহূর্তেই বিধায়ককে ধাক্কা মারেন ওই যুবক৷ জানা গিয়েছে ধৃত ওই যুবক হাওড়ার বাঁকড়ার বাসিন্দা৷

এই ঘটনায় প্রাথমিক ভাবে কিছুটা থতমত খেয়ে যান নওশাদ নিজেও৷ ততক্ষণে মঞ্চে উপস্থিত বাকিরা ওই যুবককে ঘিরে ধরেন৷ ধাক্কাধাক্কিও শুরু হয়৷ পরিস্থিতি শান্ত করতে নওশাদ নিজেই ওই যুবককে কিছু না বলার জন্য মাইকে অনুরোধ জানান৷ এই ঘটনা ষড়যন্ত্র বলেও আশঙ্কা প্রকাশ করতে শোনা যায় তাঁকে৷

আরও পড়ুন: কোন চাঞ্চল্যকর তথ্য লুকিয়ে নওশাদের মোবাইলে? ফরেন্সিক পরীক্ষা করানোর আর্জি পেশ আদালতে

আইএসএফ-এর প্রতিষ্ঠা দিবসে ধর্মতলা গন্ডগোলের জেরে নওশাদকে গ্রেফতার করেছিল পুলিশ৷ দেড় মাসেরও বেশি জেল বন্দি থাকার পর সম্প্রতি জামিন পেয়েছেন তিনি৷ তার পরেই তাঁকে ধাক্কা মারার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷

যদিও বিধায়ককে এ ভাবে ধাক্কা মারার ঘটনার নিন্দা করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ৷ একই সঙ্গে ডিএ ধর্না মঞ্চের নামে নাটক চলছে বলে অভিযোগ করেন কুণাল৷ তাই এই ঘটনাও তৃণমূলকে বদনাম করতে কোনও নাটক কি না, সেই সংশয় প্রকাশ করেছেন তৃণমূল নেতা৷ ঘটনার তীব্র সমালোচনা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Naushad Siddiqui