পিকনিকে গিয়ে রহস্যমৃত্যু, টালিগঞ্জের যুবকের দেহ উদ্ধার হল ঝাড়গ্রামে
Last Updated:
পেটে করে সোনা পাচারের পর এবার জুতোর সোলের মধ্যে বিদেশী মুদ্রা পাচারের চেষ্টা হল কলকাতা বিমানবন্দরে।
#কলকাতা: টালিগঞ্জের যুবকের দেহ উদ্ধার হল ঝাড়গ্রামে। গত রবিবার বন্ধুদের সঙ্গে ঝাড়গ্রামে পিকনিকে যান টালিগঞ্জের রিজেন্ট কলোনির বাসিন্দা কালু হালদার। তারপর থেকে তাঁর খোঁজ মিলছিল না।
মঙ্গলবার, জামবনি থানার চিল্কিগড়ে কনকদুর্গার মন্দিরের কাছে একটি গাচ থেকে উদ্ধার হয় কালুর ঝুলন্ত দেহ। কালুকে চিহ্নিত করেন তাঁর আতত্মীয়রা। কালুর দেহে ক্ষতচিহ্ন রয়েছে। এরপর, ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়।
আজ সকালে কালুর বন্ধুবান্ধবের বাড়ির সামনে চলে তাঁর আত্মীয় পরিজনদের বিক্ষোভ। এ নিয়ে টালিগঞ্জ থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে। পেশায় রঙমিস্ত্রি কালু। তাঁর এমন মৃত্যুতে রহস্য দানা বেঁধেছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 10, 2018 2:59 PM IST