দমদমে নীতিপুলিশের দাদাগিরি, মদ্যপান করায় আক্রান্ত যুবক-যুবতী
Last Updated:
ক্লাবে আটকে দুজনকে মারধর করা হয় বলে অভিযোগ ৷ অকথ্য গালিগালাজ করে স্থানীয় যুবকরা ৷
#দমদম: দমদমে নীতিপুলিশের দাদাগিরি। মদ্যপান করায় এক যুবক-যুবতীকে মারধরের অভিযোগ বাসিন্দাদের বিরুদ্ধে। চেহারা দেখে মুসলিম বলে হামলারও অভিযোগ। এলাকাবাসীর পালটা দাবি, তাঁরাই আক্রান্ত। অভিযোগ-পালটা অভিযোগের জেরে ধন্ধ বাড়ছে দমদমের ঘটনায়।
ঘটনার সূত্রপাত গত শনিবার রাতে। দমদমের বিবেকানন্দ রোডে একটি বাড়ির পাশে বসে ধূমপান করছিলেন বরানগরের জয়দীপ সেন ও তাঁর সঙ্গী। দু'জনেই মদ্যপ ছিলেন। অভিযোগ, মদ্যপান করায় তাঁদের উপর চড়াও হন এলাকাবাসী। চলে অকথ্য গালিগালাজ- বেধড়ক মারধর। যুবকের চেহারার আদল দেখে মুসলিম বলে হামলা চালানো হয় বলেও অভিযোগ।
দমদম থানার পুলিশের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ তুলেছেন দু'জনে।
advertisement
advertisement
জয়দীপ ও তাঁর সঙ্গী হামলার অভিযোগ করলেও, এক্কেবারে উলটো কথা বলছেন বিবেকানন্দ রোডের বাসিন্দারা।
ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ঘটনার সিসিটিভি ফুটেজ। তবে তা দেখে দোষী চিহ্নিত করা মুশকিল। দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে দমদম থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্তে নেমে সব দিন খতিয়ে দেখছে দমদম থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 29, 2019 7:13 PM IST