স্কুটি চালানো শিখতে গিয়ে রাজারহাটে ছিটকে পড়লেন তরুণী! সঙ্গী ছিলেন পিছনেই, হেলমেট না থাকায় সব শেষ!
- Published by:Tias Banerjee
- Reported by:Anup Chakraborty
Last Updated:
স্কুটি চালানো শিখছিলেন ১৮ বছরের তরুণী, পিছনে সঙ্গী! কারও মাথায় হেলমেট ছিল না। নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়লেন দুজনেই। তার পর সব শেষ!
কলকাতা: স্কুটি চালানো শিখতে গিয়ে মর্মান্তিক পরিণতি। রাজারহাটে দুর্ঘটনায় প্রাণ গেল এক তরুণীর। আহত তাঁর সঙ্গী এক তরুণ। দু’জনের মাথায় হেলমেট ছিল না—প্রাথমিক তদন্তে জানাচ্ছে পুলিশ।
মৃত তরুণীর নাম পূজা সাহা (১৮)। বাড়ি বিধাননগর পুরনিগমের ৫ নম্বর ওয়ার্ডের সলুয়ায়। আহত যুবক শুভঙ্কর ভৌমিক (২০), নারায়াণপুর থানা এলাকার সুকান্তপল্লির বাসিন্দা।
বিধাননগর কমিশনারেটের রাজারহাট থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে স্কুটি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন পূজা। নিউটাউনের রাস্তা ধরে স্কুটি চালানোর প্রশিক্ষণ নিচ্ছিলেন তিনি। স্কুটির পিছনে বসেছিলেন পূজার ‘ঘনিষ্ঠ’ এক সঙ্গী শুভঙ্কর।
advertisement
advertisement
প্রাথমিক ট্রেনিং শেষে রাত সাড়ে ন’টা নাগাদ সলুয়ার দিকে ফিরছিলেন তাঁরা। সেই সময় রাজারহাটের রেকজোয়ানি-মাঝেরআইটি রোডে স্কুটি চলার পথে হঠাৎ পূজার হাত কেঁপে যায় বলে পুলিশ জানতে পেরেছে। নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি ছিটকে পড়ে মেন রোডের পাশের একটি খোলা মাঠে।
advertisement
দু’জনেই ছিটকে গিয়ে পড়েন রাস্তার ধারে। কোনও হেলমেট না থাকায় পূজার মাথায় এবং শরীরে গুরুতর চোট লাগে। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁদের উদ্ধার করে রাজারহাট ব্লকের রেকজোয়ানি প্রাথমিক হাসপাতালে নিয়ে যান। সেখানে পূজার অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে চিনারপার্কের একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন রাত ১২টা নাগাদ মৃত্যু হয় তরুণীর।
advertisement
এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর কমিশনারেট।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 03, 2025 4:47 PM IST