Vidyasagar Setu incident: বাইক রেখে বসেছিলেন চুপ করে, হঠাৎ ঝাঁপ! সাতসকালে ভয়ানক কাণ্ড দ্বিতীয় হুগলি সেতুতে
- Published by:Teesta Barman
Last Updated:
Vidyasagar Setu incident: ঘটনাটি দেখতে পেয়ে ওই এলাকার কয়েকজন বাসিন্দা পুলিশকে খবর দেন। হেষ্টিংস থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনাকে কেন্দ্র করে সন্নিহিত এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
কলকাতা: সপ্তাহের প্রথম দিনই দুঃসংবাদ! ফের দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ দিলেন এক যুবক। সোমবার সকালে দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে ভোর ৬টা নাগাদ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকাল ৬টা নাগাদ দ্বিতীয় হুগলী সেতুর কলকাতা অংশের প্রথম পিলারের কাছে ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাওড়ার দিকে যাওয়ার পথে এক যুবক বাইক দাঁড় করিয়ে বেশ খানিক্ষণ বসেছিলেন। তার পর হঠাৎ বাইকের সিটে তাঁর কালো ব্যাগটি রেখে গঙ্গায় ঝাঁপ দেন তিনি। অনেকে সেই সময়ে ছুটে গিয়েও ওই যুবককে রক্ষা করতে পারেননি। ঘটনাটি দেখতে পেয়ে ওই এলাকার কয়েকজন বাসিন্দা পুলিশকে খবর দেন। হেষ্টিংস থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনাকে কেন্দ্র করে সন্নিহিত এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই যুবকের নাম বা পরিচয় কিছুই এখনও জানা যায়নি। তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
advertisement
তবে এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার আত্মহত্যা কিংবা ঝাঁপ দেওয়ার মতো ঘটনা ঘটেছে দ্বিতীয় হুগলি সেতুতে। ২০২১ সালের জুন মাসেও এক যুবক দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দেন। যদিও পুলিশি তৎপরতায় যুবককে প্রাণে বাঁচানো সম্ভব হয়। জানা গিয়েছে, ওই যুবক অসমের বাসিন্দা। কাজের জন্য ভিনরাজ্যে পাড়ি দেন। সেখানে কাজ চলে যাওয়ায় কলকাতায় ফেরেন। তারপরে কোনও দিশা খুঁজে না পেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
advertisement
advertisement
ওই যুবকও বাইক নিয়ে এসেছিলেন। ওই যুবক আত্মহত্যার চেষ্টা করার আগে বেশ কিছুক্ষণ ব্রিজের ওপরে ঘুরছিলেন। তারপর বাইক রেখে আত্মহত্যার চেষ্টা করেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 20, 2023 9:23 AM IST