ভারতের সেরা স্টেডিয়াম যুবভারতী ,মাঠ ঘুরে সার্টিফিকেট ফিফার

Last Updated:

ইতিমধ্যে পঁচাত্তর শতাংশ কাজ হয়ে গিয়েছে। বাকি পঁচিশ শতাংশ হয়ে যাবে এই বছরের একতিরিশে ডিসেম্বরের মধ্যে।

#কলকাতা:  ভারতের সেরা স্টেডিয়াম যুবভারতী ক্রীড়াঙ্গন। আজ মাঠ ঘুরে এই সার্টিফিকেট ফিফার। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, একতিরিশে ডিসেম্বরের মধ্যে তৈরি হয়ে যাবে গোটা স্টেডিয়াম।
ঘড়ি ধরে সকাল ন’টা। যুবভারতী দেখতে আসেন ফিফার প্রতিনিধিরা। মোট তেরো জনের দলে ছিলেন টুর্নামেন্ট কমিটির প্রধান হ্যাভিয়ার সিপি। গ্যালারি-মাঠ-সহ যুবভারতীর প্রতিটি জায়গা ঘুরে দেখেন প্রতিনিধিরা। সঙ্গে ছিলেন ভারতীয় ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি সুব্রত দত্ত, রাজ্যে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
প্রায় আড়াই ঘণ্টা মাঠ ঘুরে ফিফা জানায়, ভারতের সেরা স্টেডিয়াম কলকাতার যুবভারতী। প্রতিনিধিরা আপ্লুত এই মাঠে মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচের দর্শক সংখ্যা শুনে।
advertisement
advertisement
ইতিমধ্যে পঁচাত্তর শতাংশ কাজ হয়ে গিয়েছে। বাকি পঁচিশ শতাংশ হয়ে যাবে এই বছরের একতিরিশে ডিসেম্বরের মধ্যে।
ফিফা জানিয়েছে, চূড়ান্ত পরিদর্শনের জন্য আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ফের একবার মাঠ দেখা হবে। তবে মাঠ ছাড়ার আগে ফের তাঁরা মনে করিয়ে দিয়েছেন, দেশের সেরা ফুটবল স্টেডিয়াম বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন।
একে একে ছাড়পত্র পেয়েছে কোচি থেকে গুয়াহাটি। তাই আলাদা আগ্রহ ছিল যুবভারতীকে কেন্দ্র করে।দ্বিতীয় ইন্ডিয়ান সুপার লিগে শেষ ম্যাচ হয়েছিল এই মাঠে। তখনই বেশ কয়েকটি ব্লক বন্ধ করা হয়েছিল সংস্কারের জন্য। তারপর থেকে নিঃশব্দে চলছে মেক-ওভার। নতুন ঘাস বসিয়ে চলছে পরিচর্যা। সিমেন্টের চাঙড় খসিয়ে বাকেট চেয়ার বসিয়ে তৈরি হচ্ছে গ্যালারি।
advertisement
মোটের উপর পঞ্চাশ শতাংশ তৈরি যুবভারতী। ভিভিআইপি লাউঞ্জ থেকে ড্রেসিং রুমের কাজ এখনও বাকি। কর্তাদের দাবি, সময়ের আগেই সব শেষ হয়ে যাবে। সবমিলিয়ে, মঙ্গলবারের বারবেলায় ভাগ্যপরীক্ষা সফল যুবভারতী  ।
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভারতের সেরা স্টেডিয়াম যুবভারতী ,মাঠ ঘুরে সার্টিফিকেট ফিফার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement