মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য: যশবন্ত সিনহা
Last Updated:
#কলকাতা: নরেন্দ্র মোদির বিরুদ্ধে ফের সরব হলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহা ৷ রবিবার তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের তরফে আয়োজন করা হয় একটি বিশেষ অনুষ্ঠান ৷ সেই অনুষ্ঠানে যোগ দিতেই কলকাতা আসেন যশবন্ত ৷ সেই অনুষ্ঠানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়শী প্রশংসার পাশাপাশি নরেন্দ্র মোদিকে তুলধোনা করলেন যশবন্ত ৷
যশবন্ত সিনহা বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য ৷ প্রধানমন্ত্রী হওয়ার গুণ রয়েছে মমতার ৷’
একইসঙ্গে তিনি আরও বলেন, ‘নোটবন্দি দেশের স্বার্থে নয় ৷ নোটবন্দির জন্যই দেশের অর্থনীতি ধুঁকছে ৷ এখনও ধুঁকছে দেশের অর্থনীতি ৷ ব্যাঙ্কিং সেক্টরকে চাঙ্গা করতে হবে ৷ কেন্দ্রীয় প্রকল্পগুলি সময়ে শেষ করতে হবে ৷ দেশের স্বার্থেই সময়ে কাজ করতে হবে ৷’
advertisement
advertisement
দেশে জরুরি অবস্থা চলছে বলে দেশবাসীকে সতর্কও করলেন যশবন্ত ৷ তিনি বলেন, ‘নোটবন্দির সিদ্ধান্ত তুঘলকি ৷ রাজনৈতিক কারণেই নোটবন্দি ৷ গণতন্ত্র পুনরুদ্ধারে কেন্দ্রে বদল জরুরি ৷’
গত বেশ কয়েকমাস ধরেই মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন যশবন্ত ৷ কিন্তু মমতার প্রধানমন্ত্রিত্ব নিয়ে এই প্রথম মুখ খুললেন বিজেপির এক সময়ের দাপুটে নেতা ৷ উল্লেখ্য, একদিন বাদেই দিল্লিতে বিরোধী জোটের বৈঠক। সেই জোটে আবারও মধ্যমণি হতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আগে আরও একবার মমতাকে প্রধানমন্ত্রী করার দাবি জোরাল করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 09, 2018 9:04 PM IST