#কলকাতা: টার্গেট বাংলায় এবার পুরোপুরি প্রশাসনিক ক্ষমতা প্রয়োগের কাজ শুরু করে দিল মোদি সরকার। পঞ্চায়েত ভোটে মহিলাদের ওপর হিংসার অভিযোগে নজিরবিহীন শুনানি জাতীয় মহিলা কমিশনের। পাঁচতারা হোটেলে সেই শুনানিতে অবশ্য হাজির ছিলেন হাতেগোণা অভিযোগকারী।
পঞ্চায়েত ভোটে রাজ্যে হিংসার শিকার মহিলারা। এই অভিযোগে, নিগৃহীতাদের অভিজ্ঞতা শুনতেই শুনানি ডাকে মহিলা কমিশন। আর এখানেই উঠছে নিয়মভঙ্গের অভিযোগ। যেমন--লিখিত অভিযোগ না পেলেও শুধুমাত্র ঘটনা দেখে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা রয়েছে মহিলা কমিশনের হাতে। সেক্ষেত্রে, নিগৃহীতদের অবস্থা খতিয়ে দেখতে ঘটনাস্থলে যাওয়াই রীতি। কিন্তু, ঘটনাস্থলে কেন গেল না কমিশন? সত্যতা যাচাই বা অভিযোগ নিষ্পত্তিরই বা কী ব্যবস্থা নেওয়া হল? পুলিশ - রাজ্য প্রশাসনের থেকে রিপোর্ট তলব করতে পারে কমিশন। কিন্তু এক্ষেত্রে তেমন কিছুই হল না! আর এখানেই উঠে আসছে একের পর এক প্রশ্ন!
শুনানির আয়োজন, নিগৃহীত মহিলাদের কলকাতায় আনা-- সবেতেই গেরুয়া শিবিরের প্রভাব স্পষ্ট ।