‘একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর’ - মহিলাকে নিয়ে যা করে দেখাল এনআরএস হাসপাতাল

Last Updated:

শরীরের অঙ্গপ্রত্যঙ্গ তো বিপরীত আছেই তার ওপর তিনি আক্রান্ত কোলন ক্যান্সারে। এই অবস্থাতেই তাঁর অস্ত্রোপচার হল কলকাতার হাসপাতাল নীলরতন সরকার মেডিক্যাল হাসপাতালে।

এনআরএস চিকিৎসকরা করলেন মিরাকেল
এনআরএস চিকিৎসকরা করলেন মিরাকেল
কলকাতা : একে শরীরের সমস্ত অঙ্গ অবস্থান করছে উল্টোদিকে, আবার তার ওপরে কোলন ক্যান্সার। ‘একা রামে রক্ষে নেই, আবার সুগ্রীব দোসর’-এর মত ঘটনা ঘটেছে পুরুলিয়ার বাসিন্দা কৃষ্ণা বিদের। তাঁর শরীরের সমস্ত অঙ্গই অবস্থান করছে উল্টোভাবে। তাঁর হৃদযন্ত্র বামদিকে থাকলেও যকৃত ডানদিকে অবস্থিত। যা দেখে অবাক চিকিৎসকরা। শরীরের অঙ্গপ্রত্যঙ্গ তো বিপরীত আছেই তার ওপর তিনি আক্রান্ত কোলন ক্যান্সারে। এই অবস্থাতেই তাঁর অস্ত্রোপচার হল কলকাতার হাসপাতাল নীলরতন সরকার মেডিক্যাল হাসপাতালে।
জানা গেছে, পুরুলিয়ার রঘুনাথপুরের বাসিন্দা কৃষ্ণা বিদের বয়স ৫১। দিব্যি সুস্থ ছিলেন। আচমকাই তাঁর শুরু তীব্র পেটের যন্ত্রনা শুরু হয়। এলাকার বিভিন্ন চিকিৎসককে দেখিয়ে অবশেষে উপস্থিত তিনি হন কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সার্জারি বিভাগের অধ্যাপক চিকিৎসক উৎপল দের তত্ত্বাবধানে ভর্তি হন তিনি।
advertisement
সেখানেই প্রথম কৃষ্ণা বিদ জানতে পারেন তাঁর শরীরে অবস্থিত সকল অঙ্গই বিপরীতে অবস্থিত। এরই মধ্যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকরা জানতে পারেন ওই রোগীর শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার। কোলনে অবস্থান করছে সেই মারণ রোগ। দ্রুত অস্ত্রোপচার না করলে তা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করেন চিকিৎসকরা। কিন্তু যেহেতু শরীরের ভেতরের সব অঙ্গই বিপরীতে তা নিয়ে রয়েছেন চিন্তায়। সাধারণত এই সমস্ত ক্ষেত্রে রক্তবাহী নালিগুলো থাকে বিপরীতে। তাই অস্ত্রোপচারের আগে থেকে প্রস্তুতি নিতে হয় চিকিৎসকদের।
advertisement
কৃষ্ণা বিদ জানতে পারেন তাঁর শরীরে অবস্থিত সকল অঙ্গই বিপরীতে অবস্থিত কৃষ্ণা বিদ জানতে পারেন তাঁর শরীরে অবস্থিত সকল অঙ্গই বিপরীতে অবস্থিত
অস্ত্রোপচারেও ছিল ঝক্কি। সেই অবস্থাতেই করা হয় তাঁর অস্ত্রোপচার। অস্ত্রোপচারের সময়ে তাঁর শরীর থেকে বাদ দিতে হয়েছিল কোলনের একাংশ। চিকিৎসক উৎপল দে জানান, ‘ওনার ক্ষেত্রে অ্যানাটমিটা পুরোই বিপরীত থাকার জন্য অস্ত্রোপচারটা খুব চ্যালেঞ্জের ছিল। এই ধরণের কেসকে আমরা বলে থাকি সাইটার্স ইনভারসার্স৷’
advertisement
চিকিৎসকের মতে এই বিপরীত অ্যানাটমির সঙ্গে কোলন ক্যান্সার পৃথিবীতে হাতে গোনা কয়েকজন জনের হয়েছে। গোটা ভারতের নিরিখে এই অস্ত্রোপচার দ্বিতীয়। কলকাতার অন্যতম সরকারি হাসপাতালে চিকিৎসা করে জীবন ফিরে পেলেন কৃষ্ণা। তিনি জানান, ‘আমি এখানে এসেই জানতে পারি আমার সব অঙ্গ বিপরীতে। এখন সুস্থ আছি। রাতে ঘুম হচ্ছে, খেতে পারছি। বাড়ি ফিরতে পেরে খুশি, চিকিৎসকদের ধন্যবাদ জানাই।’
advertisement
Onkar Sarkar
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর’ - মহিলাকে নিয়ে যা করে দেখাল এনআরএস হাসপাতাল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement