সোদপুর স্টেশনে স্বামীকে মারধর করে গৃহবধূর শ্লীলতাহানি
Last Updated:
ব্যস্ত সময়ে সোদপুর স্টেশনে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১০ টা নাগাদ ৷
#কলকাতা: ব্যস্ত সময়ে সোদপুর স্টেশনে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১০ টা নাগাদ ৷ জানা গিয়েছে, ৪ নম্বর প্ল্যাটফর্ম চত্বরে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল ৷ দম্পতির পাশেই সেই সময় একদল যুবক উপস্থিত ছিল ৷ আচমকা তারা এসে মহিলার স্বামীর উপর চড়াও হয় ৷ তাকে মারধর করতে শুরু করে ৷ মহিলা তাদের বাধা দিতে গেলে তার শ্লীলতাহানির চেষ্টা করা হয় ৷ শুধু তাই নয় ধর্ষণেরও হুমকি দেয় দুষ্কৃতীরা ৷
জানা গিয়েছে, দুষ্কৃতীরা মত্ত অবস্থায় ছিল ৷ দম্পতির কাছ থেকে স্বামী স্ত্রী হওয়ার প্রমাণপত্র চায় ৷ মহিলাকে স্টেশনের পাশে একটি জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে ৷ কোনওক্রমে ওই দম্পতি পালিয়ে আসতে সক্ষম হয় ৷ এরপর দমদম জিআরপিতে তারা অভিযোগ দায়ের করেছে ৷ দম্পতির বাড়ি নৈহাটির মাদ্রালে ৷
advertisement
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 21, 2018 10:10 AM IST