TET Protest: চাকরিপ্রার্থীর হাতে কামড়ে দিল পুলিশ! টেট বিক্ষোভে মারাত্মক অভিযোগ পুলিশের বিরুদ্ধে
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
অভিযোগকারিণী ওই চাকরিপ্রার্থীর নাম অরুণিমা পাল৷ তিনি ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থী৷
#কলকাতা: টেট উত্তীর্ণদের বিক্ষোভের জেরে দুপুরেই ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল এক্সাইড মোড় এবং ক্যামাক স্ট্রিট এলাকায়৷ এবার পুলিশের বিরুদ্ধেই কামড়ে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন এক মহিলা চাকরিপ্রার্থী৷ যদিও পুলিশের পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে৷
অভিযোগকারিণী ওই চাকরিপ্রার্থীর নাম অরুণিমা পাল৷ তিনি ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থী৷ এ দিন অন্যান্য চাকরিপ্রার্থীদের সঙ্গে অরুণিমাও ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের বাইরে ধর্নায় বসতে যান৷

advertisement
অভিযোগ, তখনই পুলিশকর্মীরা বিক্ষোভকারীদের জোর করে তুলে দিতে যান৷ দু' ক্ষের মধ্যে শুরু হয় প্রবল ধস্তাধস্তি৷ টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ৷ অভিযোগ, তখনই উত্তর চব্বিশ পরগণার বাদুড়িয়ার বাসিন্দা অরুণিমার হাতে কামড়ে দেন এক মহিলা পুলিশকর্মী৷ অন্যান্যদের সঙ্গে আটক করে অরুণিমাকেও বাসে তোলা হয়৷ বাসের জানলায় পাশে বসেই পুলিশকর্মীর বিরুদ্ধে হাতে কামড়ে দেওয়ার অভিযোগ করেন অরুণিমা৷ ওই মহিলা পুলিশকর্মীকে চিহ্নিতও করেন বিক্ষোভকারীরা৷
advertisement
যদিও এই অভিযোগ স্বীকার করেনি পুলিশ৷ বরং অভিযোগকারিণী অরুণিমা পালের বিরুদ্ধেই পাল্টা ওই মহিলা পুলিশকর্মীকে কামড়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে পুলিশের পক্ষ থেকে৷ যদিও এই অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন অরুণিমা৷
আটক করে অরুণিমাদের হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়৷ সেখানে ওই পুলিশকর্মীর বিরুদ্ধে কামড়ে দেওয়ার অভিযোগও জানান অরুণিমা৷ রাতে মেডিক্যাল পরীক্ষার জন্য অরুণিমাকে কলকাতা মেডিক্যাল কলেজের ইমার্জেন্সি বিভাগে নিয়ে যাওয়া হয়৷ অরুণিমার হাতে সত্যিই কামড়ের কোনও ক্ষত রয়েছে কি না, তাও পরীক্ষা করে দেখেন চিকিৎসকরা৷ হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ও অরুণিমা বলেন, 'মানুষ পাশবিক হয়ে গিয়েছে৷ নাহলে আমার হাতে এ ভাবে কামড়াতে পারে না৷'
advertisement
এ দিকে রাতেই ফের শিয়ালদহ স্টেশনের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরিপ্রার্থীরা৷ সেখান থেকেও জোর করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ৷ বেশ কয়েকজনকে আটকও করা হয়৷ কান্নায় ভেঙে পড়েন কয়েকজন চাকরিপ্রার্থী৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 09, 2022 9:47 PM IST