TET Protest in Kolkata: প্রিজন ভ্যানের নীচে শুয়ে চাকরিপ্রার্থীরা, ঝরল রক্ত! এক্সাইড মোড়ে ধুন্ধুমার

Last Updated:

এ দিন দুপুর থেকেই রবীন্দ্র সদনের কাছে এক্সাইড মোড়ে জড়ো হতে থাকেন ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা৷

#কলকাতা: চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ফের উত্তাল কলকাতা৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে রক্ত ঝরল কয়েকজন চাকরিপ্রার্থীর৷ বিক্ষোভকারীদের সামাল দিতে রীতিমতো নাজেহাল হল পুলিশ৷ পুলিশের প্রিজন ভ্যানের চাকার নীচে শুয়ে পড়েন চাকরিপ্রার্থীরা৷ তাঁদের একটাই দাবি, 'হয় নিয়োগ, নয় মৃত্যু৷'
এ দিন দুপুর থেকেই রবীন্দ্র সদনের কাছে এক্সাইড মোড়ে জড়ো হতে থাকেন ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা৷ আগে থেকে এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়নি৷ আচমকাই কলকাতার ব্যস্ত ওই এলাকায় চাকরিপ্রার্থীরা জমা হতে শুরু করেন৷ অনেকে মেট্রো করে এসে রবীন্দ্র সদন স্টেশনে নেমে জমায়েতে যোগ দেন৷
advertisement
advertisement
পরিস্থিতি সামাল দিতে চাকরিপ্রার্থীদের ধরপাকড় শুরু করে পুলিশ৷ অবরুদ্ধ হয়ে পড়ে এক্সাইড মোড়ের সংযোগস্থল৷ চাকরিপ্রার্থীদের আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ৷ অনেকেকে চ্যাংদোলা করে টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়৷ কিন্তু অন্যান্য চাকরিপ্রার্থীরা প্রিজন ভ্যানের নীচে ঢুকে পড়ে চাকার সামনে শুয়ে পড়েন৷ তাঁরা দাবি তোলেন, 'হয় নিয়োগ দিন, নয় মৃত্যু৷'
advertisement
পুলিশকর্মীরা টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানের নীচ থেকে বিক্ষোভকারীদের বের করার চেষ্টা করে৷ সেই সুযোগে প্রিজন ভ্যানের ভিতরে থাকা আটক চাকরিপ্রার্থীরা বেরিয়ে পড়েন৷ এই ধুন্ধুমার পরিস্থিতির মধ্যে অবরুদ্ধ হয়ে পড়ে এজেসি বোস রোড, জওহরলাল নেহেরু রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তা৷
পরিস্থিতি সামাল দিতে বাস থেকে যাত্রীদের নামিয়ে তাতে বিক্ষোভকারীদের তুলতে শুরু করে পুলিশ৷ ডিসি সাউথেক নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় আরও পুলিশবাহিনী৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে কয়েকজন চাকরিপ্রার্থীর মাথা ফেটে যায় বলে অভিযোগ৷ কয়েকজন চাকরিপ্রার্থী অসুস্থও হয়ে পড়েন৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TET Protest in Kolkata: প্রিজন ভ্যানের নীচে শুয়ে চাকরিপ্রার্থীরা, ঝরল রক্ত! এক্সাইড মোড়ে ধুন্ধুমার
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement