বেলঘরিয়ায় অন্য রুটে নিয়ে গিয়ে শ্লীলতাহানি, ছেলেকে নিয়ে চলন্ত অটো থেকে ঝাঁপ মায়ের

Last Updated:

ছেলের সামনেই মাকে শ্লিলতাহানির অভিযোগ ৷ সম্মান বাঁচাতে ছেলের হাত ধরে চলন্ত অটো থেকে ঝাঁপ দিলেন মা ৷ গতকাল সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বেলঘরিয়ায় ৷

#বেলঘরিয়া: ছেলের সামনেই মাকে শ্লীলতাহানির অভিযোগ ৷ সম্মান বাঁচাতে ছেলের হাত ধরে চলন্ত অটো থেকে ঝাঁপ দিলেন মা ৷ গতকাল সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বেলঘরিয়ায় ৷
নিগৃহীত ওই মহিলার অভিযোগ, বাড়ি যাওয়ার জন্য টবিন রোড থেকে অটোতে উঠেছিলেন তিনি ৷ সঙ্গে ছিল ৯ বছরের ছেলে ৷ আরও দু’জন যাত্রীও ছিলে সেই অটোতে ৷ কিন্তু কিছুদূর যাওয়ার পর অন্য দুই যাত্রীকে অন্য অকটি অটোতে তুলে দেন ওই অটো চালক ৷ এরপর ডানলপের কাছে এসে হঠাৎই সোজা রাস্তা ছেড়ে অন্য একটি রাস্তায় ঢুকে পড়ে অটোটি ৷ বিপদ বুঝে বারবার অটো থামাতে বলেন ওই মহিলা ৷ কিন্তু তাঁর কথায় অমল না দিয়ে অটো ছুটিয়ে দেন চালক ৷ আক্রান্ত ওই মহিলার অভিযোগ, ছেলের সামনে তাঁর শ্লীলতাহানির চেষ্টাও করেন ওই চালক ৷ এরপরেই চিৎকার শুরু করেন তিনি ৷ স্থানীয়রা দেখতে পেয়ে ছুটে আসেন ৷ ভয় পেয়ে অটোর গতি কমিয়ে দেন চালক ৷ তখনই সুযোগ বুঝে ছেলেকে নিয়ে অটো থেকে ঝাঁপ দেন ওই মহিলা ৷ দু’জনেই অল্পবিস্তর জখম হয়েছেন ৷
advertisement
এরপরেই বেলঘরিয়া থানাতে যোগাযোগ করা হয় আক্রান্তের তরফে। বৃহস্পতিবার লিখিত অভিযোগ জানানো হবে বলে জানিয়েছে ওই গৃহবধূর পরিবার।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
বেলঘরিয়ায় অন্য রুটে নিয়ে গিয়ে শ্লীলতাহানি, ছেলেকে নিয়ে চলন্ত অটো থেকে ঝাঁপ মায়ের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement