জলের পাইপলাইন সরানো নিয়ে অনিশ্চয়তা! আদৌ চলবে এই মেট্রো? যা বলছে কর্তৃপক্ষ!
- Published by:Tias Banerjee
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
ব্যারাকপুর মেট্রো প্রকল্পে পাইপলাইন সরানো নিয়ে সমস্যা থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি. মেট্রোকে বিকল্প রাস্তা খুঁজতে বলা হয়েছে। প্রকল্পের দৈর্ঘ্য ১২.৫ কিমি, মমতা বন্দ্যোপাধ্যায় এটি ঘোষণা করেছিলেন।
ব্যারাকপুর অবধি মেট্রো চলাচল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হল না বৈঠকে। আরও তিন মাস সময় নেওয়া হয়েছে। জলের পাইপ লাইন না সরিয়ে, উচ্ছেদ না করে কিভাবে কাজ করতে পারা যাবে তা নিয়ে মেট্রোকে বিস্তারিত রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে। রাজ্যের পুর ও নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম, জানিয়েছেন মাটির নিচে যে পাইপগুলো রয়েছে সেগুলো সরানো সম্ভব নয়।
তাই সেগুলো না সরিয়ে কী ভাবে বিকল্প রাস্তা বের করা যায় সেই নিয়ে মেট্রো কর্তৃপক্ষকে ভাবতে বলা হয়েছে। যাবতীয় যে ম্যাপ সব তাদেরকে দেওয়া হয়েছে। পুজোর পর তারা পরিকল্পনা জানাবেন। রাজ্যের আশঙ্কা পাইপ সরানোর পদ্ধতিতে দীর্ঘদিন জল পরিষেবা বন্ধ থাকার। রাস্তার মাঝামাঝি বদলে, পাশাপাশি পিলার সরিয়ে বসাতে গেলে উচ্ছেদ প্রয়োজন হতে পারে। তাতে তো রাজ্যের নৈতিক আপত্তি থাকবেই, সেটাও পরিষ্কার করে দেওয়া হয়েছে।
advertisement
advertisement
বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত প্রস্তাবিত এই মেট্রো লাইনের দৈর্ঘ্য হবে প্রায় ১২.৫ কিমি। এই প্রকল্পে প্রধান অসুবিধা বি টি রোড থেকে জলের পাইপ লাইন সরানো।বি টি রোডের নিচে রয়েছে ৪২ থেকে ৭২ ইঞ্চি ব্যাসের ছ’টি বড় পাইপলাইন। মেট্রোর পিলার বসানোর জন্য অন্তত তিনটি সরাতেই হবে। প্রস্তাব, পরিবর্তে বসানো হোক দু’টি ৯০ ইঞ্চি পাইপ। তবে এত বড় ব্যাসের পাইপ বসানো আদৌ সম্ভব কি না তা নিয়েও সংশয়।
advertisement
প্রয়োজনে মাইক্রো-পাইলিং বা বিকল্প কোনও প্রযুক্তির সাহায্য নিতে হতে পারে, তার জন্য চাই ফিজিবিলিটি টেস্ট। এই কাজ করতে গেলে বিপুল অর্থের প্রয়োজন।সেই অর্থ কে দেবে তা নিয়েও আছে প্রশ্ন।ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণকে এই প্রকল্প চালু করতে চেয়ে চিঠি দিয়েছিলেন। তার পরেই ফের শুরু আলোচনা।
রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের ঘোষণা করেছিলেন। আপাতত পাইপ সরানো অত্যন্ত দূরহ কাজ বলেই মনে করা হচ্ছে। আবার মাটির ওপরের বদলে, মাটির নীচে কাজ করতে গেলেও একাধিক সমস্যা। ফলে এই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে উঠছে নানা প্রশ্ন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 05, 2025 1:41 PM IST