কেন শিক্ষক নিয়োগেও পুলিশ ভেরিফিকেশন চাইছে সরকার?
Last Updated:
নয়া নিয়ম নীতিতে আটকে যাবে না তো যোগ্য প্রার্থীর নিয়োগ?
#কলকাতা: এবার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন এবং মেডিক্যাল টেস্ট বাধ্যতামূলক করত চলেছে স্কুল শিক্ষা দফতর। রবিবার সুরেন্দ্রনাথ কলেজে প্রাথমিক শিক্ষদের এক অনুষ্ঠানে এসে এ কথাই জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
এদিকে রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বাধা-বিপত্তির শেষ নেই ৷ প্রথমে পরীক্ষা প্রক্রিয়ায় জটিলতা তারপর একের পর এক আইনি বাধায় বিলম্বিত নিয়োগ ৷ তাঁর মধ্যে শিক্ষামন্ত্রীর এহেন ঘোষণায় আশঙ্কিত চাকরিপ্রার্থীরা ৷ নয়া নিয়ম নীতিতে আটকে যাবে না তো যোগ্য প্রার্থীর নিয়োগ?
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিজেই শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের আশ্বস্ত করে জানিয়েছেন, শিক্ষক নিয়োগে স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ ৷
advertisement
advertisement
শিক্ষামন্ত্রীর ঘোষণার দিনই হুগলির প্রদীপ্ত মোদক এক ভুয়া পরীক্ষার্থীকে গ্রেফতার করল বিধাননগর পূর্ব থানা পুলিশ।
এই সব দুর্নীতি রুখতে এবার শিক্ষক নিয়োগে ক্ষেত্রেও পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক করতে চলেছে স্কুল শিক্ষা দফতর। এতদিন রাজ্য সরকারের অন্যান্য চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন করা হত। কিন্তু, এর বাইরে ছিলেন শিক্ষকরা। সম্প্রতি শিক্ষাক্ষেত্রে বেনামে চাকরির কয়েকটি অভিযোগ সামনে এসেছে। স্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগ পরীক্ষা করতেই এবার তাই পুলিশ ভেরিফিকেশনের সিদ্ধান্ত শিক্ষা দফতরের।
advertisement
শিক্ষক নিয়োগে সাম্প্রতিক কয়েকটি অভিযোগ
- সম্প্রতি মধ্যশিক্ষা পর্ষদে বেনামে চাকরির অভিযোগ উঠেছে, ঘটনাটি এখন বিচারাধীন
- জেলাতেও বেনামে পরীক্ষা দেওয়ার দু-একটা ঘটনা প্রকাশ্যে এসেছে
ভুয়ো পরীক্ষার্থী নিয়েও বেশ কয়েকটি অভিযোগ সামনে এসেছে। প্রাথমিকে অ্যাডমিড কার্ড জালিয়াতির ঘটনাও ঘটেছে। পুলিশ ভেরিফিকেশন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা আনবে বলে মনে করা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 08, 2017 9:39 AM IST