Bowbazar: স্কুটারে করে ফেরার সময়েই ভেঙে পড়ল তিনতলার কার্নিশ... বউবাজারে ফের আতঙ্কের ছবি
- Published by:Rachana Majumder
- Written by:AVIJIT CHANDA
Last Updated:
Bowbazar: নির্মাণকারী সংস্থা কেএমআরসিএল জানাচ্ছে, মেট্রোর কাজের জন্য এখানে কোনও সমস্যা হয়নি৷
কলকাতা: অমিত সেন। ৪২ বছর বয়স। বউবাজারের ৯ নম্বর দুর্গা পিতুরি লেনের বাসিন্দা। সকাল ৬টায় স্কুটার করে ছেলেকে স্কুলে দিয়ে, মেয়েকে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে দিয়ে বাড়ি ফেরার সময় সাক্ষাৎ মৃত্যু চোখের সামনে নেমে আসে। একটি বাড়ির তিনতলার কার্নিশ ভেঙে পড়ে ঠিক তার সামনেই। স্কুটারের ব্রেক চেপে কোনওরকমে দাঁড়িয়ে যান অমিতবাবু। ভয়ে চোখবন্ধ করে ফেলেন। সেই সময় ফোনে কাউকেই পাননি।
নির্মাণকারী সংস্থা কেএমআরসিএল জানাচ্ছে, মেট্রোর কাজের জন্য এখানে কোনও সমস্যা হয়নি৷ ৬বি দুর্গা পিতুরি লেনের একটি বাড়ির কার্নিশ ভেঙে পড়ে৷ বাড়িটি ফাঁকা ছিল। ২০১৯ সালে এখানে ফাটল ধরা পড়েছিল৷ পরবর্তীতে সারিয়ে দেওয়া হয়৷ গত কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে। তার জেরে পুরানো বাড়ির একটি কার্নিশ ভেঙে পড়ে৷ কেউ আহত হয়নি। সব ঠিক আছে। যেখানে এই ঘটনা ঘটেছে, সেখান থেকে বেশ কিছুটা দূরে মাটির উপরে মেট্রোর কাজ চলছে৷ অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে জানাচ্ছে কেএমআরসিএল।
advertisement
আরও পড়ুন: ‘ম্যাডাম’ নেই, কোথায় গেলেন সায়নী ঘোষ? ইডির ডাক আসতেই চমকে ওঠা তথ্য দিলেন কেয়ারটেকার
তবে মেট্রো কর্তৃপক্ষ-সহ স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে সরব হয়েছেন বউবাজার এলাকার মানুষ। এদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী অমিত সেন জানান, ‘দিনের পর দিন ধরে মেট্রো কর্তৃপক্ষকে বারবার করে আবেদন করেও কোনও লাভ হয়নি। আগে এখানে মেট্রোর নিরাপত্তারক্ষী থাকতেন। গত বেশ কয়েকদিন ধরে সেই নিরাপত্তা রক্ষীদের আর দেখা যায় না। ২০১৯ সাল থেকে মেট্রোর কাজের জন্য যে সমস্ত বাড়িগুলি বন্ধ করে রাখা হয়েছে, সেগুলির ন্যূনতম সংস্কার করে না মেট্রো কর্তৃপক্ষ। স্থানীয় কাউন্সিলর বিধায়ক তাদেরকে বারবার করে সমস্যার কথা জানানো হলেও তারাও কোনরকম গা করে না।’
advertisement
advertisement
দুর্গা পিতুরি লেনের আরেক বাসিন্দা মিন্টু সেন ক্ষোভে ফেটে পড়ে জানান, ‘আমাদের সবাই গরু-ছাগল মনে করে। বাপ ঠাকুরদার ভিটে ছেড়ে আমাদের অনেককেই এখন মেট্রোর ঠিক করে দেওয়া গেস্ট হাউসে থাকতে হয়। আমাদের এলাকার বিশিষ্ট বাসিন্দাদের সঙ্গে স্থানীয় কাউন্সিলর বিধায়ক সাংসদ সঙ্গে নেত্র কর্তৃপক্ষ সব মিলেমিশে একাকার হয়ে আমাদের উৎখাত করার চক্রান্ত চালাচ্ছে। প্রাণ হাতে নিয়ে আমরা এখানে বসবাস করি, কেউ আমাদের জন্য কোনও কিছু ভাবে না।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 30, 2023 2:28 PM IST