Primary TET | Bonny Sengupta: কুন্তল ঘোষের টাকায় কিনেছিলেন ল্যান্ড রোভার গাড়ি, হঠাৎ কেন তা বিক্রি করে দিলেন বনি সেনগুপ্ত? বাড়ছে জল্পনা

Last Updated:

জানা গিয়েছে, ২০১৭ সালে গাড়ি কিনলেও ২০২১-এর ডিসেম্বরে সেই ল্যান্ড রোভার গাড়িটি বিক্রি করে দেন অভিনেতা।

কলকাতা: যত গণ্ডগোলের মূলে রয়েছে ওই একটা গাড়ি। কার টাকায় কেনা হয়েছিল, কে কিনেছিল, কেন ওই গাড়ি কিনতে টাকা দেওয়া হয়েছিল, যে টাকা দেওয়া হয়েছিল তা কি নিয়োগ দুর্নীতির টাকা থেকে এসেছিল....এমন লাখো প্রশ্ন। অবশেষে, খোঁজ মিলল সেই গাড়ির। ডিসকোভারি ল্যান্ড রোভার। ২০১৭ সালে এই গাড়ির বাজার মূল্য ছিল প্রায় ৪৪ লক্ষ টাকা। জানা গিয়েছে, এই গাড়ি কিনতেই নাকি টলিউড অভিনেতা বনি সেনগুপ্তকে টাকা দিয়েছিলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত যুব তৃণমূলনেতা কুন্তল ঘোষ।
কুন্তল ঘোষের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি খতিয়ে দেখে বনি সেনগুপ্তের সঙ্গে আর্থিক লেনদেনের খোঁজ পেয়েছিল ইডি। সেই কারণে, গত ১০ মার্চ বনিকে ডেকেও পাঠানো হয়েছিল। বনি ইডি আধিকারিকদের জানিয়েছিলেন, তাঁকে লিড রোলে রেখে সিনেমা করতে চেয়েছিলেন কুন্তল। তারই প্রাথমিক পারিশ্রমিক হিসাবে তাঁকে ৩০-৪০ লক্ষ টাকা দিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: দুবাই-ব্যাঙ্কক-মলদ্বীপ! অভিনেতা বনি সেনগুপ্তর ঘন ঘন বিদেশ ভ্রমণেও এবার নজর ED-র
সেই সময় একটি গাড়ি কিনছিলেন অভিনেতা। তাই সরাসরি সেই গাড়ি কেনার জন্যই কুন্তল বনিকে ওই টাকা দেন। যদিও সেই সিনেমা আর হয়নি। বনির দাবি, এর পরে কুন্তলের বিভিন্ন ইভেন্টে গিয়ে সেই টাকা পুষিয়ে দিয়েছিলেন তিনি। যদিও এরপরেও ওই গাড়ি সংক্রান্ত যাবতীয় নথি নিয়ে আগামী মঙ্গলবার বনি সেনগুপ্তকে ফের হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ইডি।
advertisement
advertisement
জানা গিয়েছে, ২০১৭ সালে গাড়ি কিনলেও ২০২১-এর ডিসেম্বরে সেই ল্যান্ড রোভার গাড়িটি বিক্রি করে দেন অভিনেতা। আর বিজ্ঞাপন দেখে তাঁর কাছ থেকে গাড়িটি কেনেন নিউটনের অভিজাত আবাসন উত্তরার তৃতীয়ায় বাসিন্দা শৌভিক মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি। ওই অভিজাত আবাসনটির টাওয়ার ওয়ানের ১০৪ নম্বর ফ্ল্যাটে থাকেন তিনি। যদিও এই মুহূর্তে রাজ্যের বাইরে রয়েছেন বলে জানিয়েছেন শৌভিক।
advertisement
আরও পড়ুন: প্রত্যেক প্রাথমিক শিক্ষকের বদলি পিছু রেট ছিল লাখ খানেক টাকা, নয় নয় করে ২০০ জন শিক্ষকের বদলির বিনিময়ে টাকা নিয়েছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়
শুধু গাড়িই নয়, ইডি-র নজরে রয়েছে টলিউড অভিনেতা বনি সেনগুপ্তর ঘন ঘন বিদেশভ্রমণও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, ২০১৮, ২০১৯ এবং ২০২২-এ পর পর বিদেশে ছুটি কাটাতে গিয়েছিলেন বনি। অথচ, এই সময় কালে তেমন কোনও বড় সিনেমা করতে দেখা যায়নি অভিনেতাকে। অভিনেতা বনি সেনগুপ্তর বিদেশযাত্রা নিয়েও তাই খোঁজখবর নতে চায় ইডি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Primary TET | Bonny Sengupta: কুন্তল ঘোষের টাকায় কিনেছিলেন ল্যান্ড রোভার গাড়ি, হঠাৎ কেন তা বিক্রি করে দিলেন বনি সেনগুপ্ত? বাড়ছে জল্পনা
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement