বিশ্বের সবচেয়ে সস্তা ‘ফ্রিডম ২৫১’ স্মার্টফোনের কী হল ?

Last Updated:

সব ঘোষণাই সার ৷ তীব্র হইচই করে বাজারে এলেও হঠাৎ করেই এই ফোন যেন কোথায় উবে গেল !

#নয়াদিল্লি: ‘ফ্রিডম ২৫১’ ৷ বিশ্বের সবচেয়ে সস্তা স্মার্টফোনের কথা নিশ্চয় মনে আছে ? নাকি ভুলে গিয়েছিলেন ৷ আসলে ভুলে যাওয়াটা কোনও অস্বাভাবিক কিছু নয় ৷ কারণ মাত্র ২৫১ টাকায় এই ফোন পাওয়া যাবে বলে বাজারে এলেও এখন বেমালুম গায়েব ! নয়ডার সংস্থা রিংগিং বেলস প্রাইভেট লিমিটেড সংস্থা এবছর জুলাই মাসে ৫ হাজার ফ্রিডম ফোন বাজারে ছাড়ার পাশাপাশি আরও তাড়াতাড়ি ৬৫ হাজার ফ্রিডম ফোন গ্রাহকদের বাড়িতে পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করেছিল, যাঁরা ক্যাশ অন ডেলিভারিতে এই স্মার্টফোন বুক করেছিলেন ৷ কিন্তু কোথায় কী ৷ সব ঘোষণাই সার ৷ তীব্র হইচই করে বাজারে এলেও হঠাৎ করেই এই ফোন যেন কোথায় উবে গেল !
সংস্থার পক্ষ থেকে এরপর আর এই বিশ্বের সবচেয়ে সস্তা ফোন নিয়ে কোনও ঘোষণা হয়নি ৷ রিংগিং বেল সংস্থা কিন্তু এরপর নতুন স্মার্টফোন এবং টিভি তৈরির দিকে নজর দিলেও ‘ফ্রিডম ২৫১’-র বিষয়টি কিন্তু বেমালুম চেপে গিয়েছে ৷ সংবাদসংস্থা IANS-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাইবার মিডিয়া রিসার্চের প্রিন্সিপ্যাল অ্যানালিস্ট ফয়জল কাভুসা বলেন, ‘‘ আমার মনে হয় এই বিষয়টিকে বছরের সবেচেয়ে বড় হতাশার ঘটনা তখনই বলা উচিৎ, যদি এটা নিয়ে মানুষের আশা অনেক বেশি থাকত ৷ কিন্তু প্রত্যেক শিক্ষিত মানুষের মনেই এই ফোন নিয়ে প্রথম থেকেই একটা প্রশ্ন ছিল ৷ হয়তো অনেকেই এই ফোন অর্ডার দিয়েছিলেন ৷ কিন্তু সেটাও শুধুমাত্র গোটা দেশে হঠাৎ করে ওঠা হাইপের জন্যই ৷ কেউই এই স্মার্টফোনকে বিশেষ গুরুত্ব সহকারে দেখেননি ৷ ’’
advertisement
সংস্থার পক্ষ থেকে এবছর ফেব্রুয়ারিতেই ঘোষণা করা হয় যে জুনের মধ্যে আড়াই মিলিয়ন হ্যান্ডসেট তৈরি করা হবে ৷ কিন্তু এই ফোনের চাহিদা আকাশছোঁয়া হয় ৷ অনলাইনে ফোন কেনার সময় সংস্থার ওয়েবসাইটই ক্র্যাশ হয়ে যায়  কিন্তু কাজের কাজ কিছুই হয়নি ৷ ‘ফ্রিডম’ শেষপর্যন্ত আর মুক্তি পায়নি ৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিশ্বের সবচেয়ে সস্তা ‘ফ্রিডম ২৫১’ স্মার্টফোনের কী হল ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement