কবে হবে পঞ্চায়েত ভোট ? এখনও কাটছে না ধোঁয়াশা
Last Updated:
#কলকাতা: হাইকোর্টে উঠল মামলা ৷ বিরোধীদের বিপক্ষেই রায় দিল হাইকোর্ট ৷ কিন্তু পঞ্চায়েত জট কেটেও যেন কাটল না ৷ রাজ্য সরকার চায়, রমজান মাস শুরুর আগে ভোট শেষ হোক এবং একদফায় পঞ্চায়েত ভোট হোক ৷ কিন্তু রাজ্য সরকারের এই আর্জির সঙ্গে সহমত নয় নির্বাচন কমিশন ৷ মঙ্গলবারও পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট নিয়ে জটিলতা কাটেনি ৷
নির্বাচন কমিশনের দাবি, একদফায় ভোট হলে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে ৷ তাই দু’দফায় ভোট করার দাবিতে সরব নির্বাচন কমিশন ৷ কিন্তু রাজ্য সরকারের যুক্তি, মনোনয়ন জমা দিতে না পারায় মোট আসনের প্রায় ২৭ শতাংশতেই জিতে গিয়েছে তারা ৷ তাই তিন দফায় ভোটের প্রয়োজন নেই বলেই মত রাজ্য সরকারের ৷ আর এই নিয়েই নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিংয়ের সঙ্গে পঞ্চায়েত সচিব সৌরভ দাসের মতানৈক্য হয় ৷
advertisement
মঙ্গলবার সৌরভ দাসের সঙ্গে অমরেন্দ্রকুমার সিংয়ের সঙ্গে একদফায় বৈঠকের পর সমাধান সূত্র মেলেনি ৷ দু’তরফই নিজের দাবি নিয়ে অনড় ছিলেন ৷ দ্বিতীয় দফার বৈঠকের কথা থাকলেও তা হয়নি। পুরো বিষযটি সৌরভ দাস মুখ্যসচিবকে জানিয়েছেন ৷ কিন্তু ভোটের তারিখ নিয়ে আবারও জটিলতা দেখা যেতে পারে বলে সূত্রের খবর।
advertisement
তবে, আদালতের সব নির্দেশ ও রায়ের কপি হাতে পাওয়ার পরেই সাবধানে পা ফেলতে চাইছে কমিশন। সেক্ষেত্রে ভোটের দিনক্ষণ ঘোষণা আরও অনিশ্চিত হয়ে পড়ল বলে মনে করছে কমিশনের একাংশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 25, 2018 11:04 AM IST