Online Class Teacher Dress: অনলাইন ক্লাসে কেমন পোশক পরবেন শিক্ষক-শিক্ষিকারা? স্কুলের নির্দেশ...

Last Updated:

শিক্ষকের পোশাক (Teacher dress online class) নিয়ে অভিভাবকদের অভিযোগের পরই এমন পদক্ষেপ নিতে হল স্কুলগুলিকে৷

#কলকাতা: এবার অনলাইন ক্লাস নেওয়ার জন্য শিক্ষক-শিক্ষিকাদের পোশাক বিধি তৈরি (Teacher Dress code) করল স্কুল কর্তৃপক্ষ৷ শিক্ষকের পোশাক নিয়ে অভিভাবকদের অভিযোগের পরই এমন পদক্ষেপ নিতে হল স্কুলগুলিকে৷ শিক্ষক-শিক্ষিকাদের জন্য তৈরি হল ড্রেস কোড৷ ইতিমধ্যেই অনলাইন ক্লাস (Online class) নেওয়ার জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করেছে বহু স্কুল৷
অভিযোগ বিধাননগর গভর্মেন্ট হাইস্কুলের এক শিক্ষক অনলাইন ক্লাস নেওয়ার সময় শুধুই ট্রাউজার পরেছিলেন৷ তাঁর গায়ে ছিল না কোনও শার্ট বা টি-শার্ট৷ এতে খুবই বিরক্তবোধ করেন পড়ুয়া ও তাদের অভিভাবকরা৷ কোএডুকেশন এই স্কুলে থেকে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জমা পড়তে থাকে৷ মূলত ক্লাস নেওয়ার সময় উপযুক্ত ভাবে প্রস্তুত ছিলেন না তিনি, এই অভিযোগ করেন সকলে৷
advertisement
রাম মোহন মিশন স্কুলের প্রিন্সিপ্যাল সুজয় বিশ্বাস জানান যে, স্কুলে যেভাবে, যে পোশাকে শিক্ষকরা ক্লাস নিতেন, সেভাবে তৈরি হয়েই অনলাইন ক্লাস নেওয়ার নির্দেশ রয়েছে৷ পড়ুয়াদের ইউনিফর্ম পরার নির্দেশ যেমন রয়েছে, তেমনই যাঁরা ক্লাস নিচ্ছেন, তাদেরও তৈরি হয়ে সঠিক পোশাক পরেই ক্লাস নেওয়ার কথা বলা হয়েছে৷ এই নিয়ম ভাঙা যাবে না বলেই সুজয়বাবু জানান৷
advertisement
advertisement
অন্যদিকে রিপন স্ট্রিটের সেন্ট অগস্টিন স্কুলে একটি পলিসি বুক রয়েছে৷ সেখানে শিক্ষক-শিক্ষিকাদের জন্যও রয়েছে বেশ কিছু নিয়মাবলি৷ অনলাইন ক্লাস চলাকালীন শিক্ষকদের শার্টের সঙ্গে টাই পরতে হবে এবং শিক্ষিকারা কোনও ভাবেই স্লিভলেস পোশাক পরতে পারবেন না৷ স্কুলের প্রিন্সিপ্যাল রিচার্ড গ্যাস্পার জানান, অনলাইন ক্লাস চলার সময় এই নিয়মের অন্যথা হওয়া চলবে না৷
advertisement
স্কুলগুলির শিক্ষকদের জন্য এমন নির্দেশ রয়েছে৷ সাউথ পয়েন্ট স্কুল ম্যানেজিং কমিটির ভাইস চেয়ারম্যাব কৃষ্ণা ধিমানি বলেন, গত বছরই শিক্ষকদের বিস্তারিত ভাবে সব নিয়ম জানিয়ে দেওয়া হয়েছিল৷ এখনও পর্যন্ত কোনও সমস্যা বা কোনও অভিযোগ আসেনি তাদের বিরুদ্ধে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Online Class Teacher Dress: অনলাইন ক্লাসে কেমন পোশক পরবেন শিক্ষক-শিক্ষিকারা? স্কুলের নির্দেশ...
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement