Online Class Teacher Dress: অনলাইন ক্লাসে কেমন পোশক পরবেন শিক্ষক-শিক্ষিকারা? স্কুলের নির্দেশ...

Last Updated:

শিক্ষকের পোশাক (Teacher dress online class) নিয়ে অভিভাবকদের অভিযোগের পরই এমন পদক্ষেপ নিতে হল স্কুলগুলিকে৷

#কলকাতা: এবার অনলাইন ক্লাস নেওয়ার জন্য শিক্ষক-শিক্ষিকাদের পোশাক বিধি তৈরি (Teacher Dress code) করল স্কুল কর্তৃপক্ষ৷ শিক্ষকের পোশাক নিয়ে অভিভাবকদের অভিযোগের পরই এমন পদক্ষেপ নিতে হল স্কুলগুলিকে৷ শিক্ষক-শিক্ষিকাদের জন্য তৈরি হল ড্রেস কোড৷ ইতিমধ্যেই অনলাইন ক্লাস (Online class) নেওয়ার জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করেছে বহু স্কুল৷
অভিযোগ বিধাননগর গভর্মেন্ট হাইস্কুলের এক শিক্ষক অনলাইন ক্লাস নেওয়ার সময় শুধুই ট্রাউজার পরেছিলেন৷ তাঁর গায়ে ছিল না কোনও শার্ট বা টি-শার্ট৷ এতে খুবই বিরক্তবোধ করেন পড়ুয়া ও তাদের অভিভাবকরা৷ কোএডুকেশন এই স্কুলে থেকে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জমা পড়তে থাকে৷ মূলত ক্লাস নেওয়ার সময় উপযুক্ত ভাবে প্রস্তুত ছিলেন না তিনি, এই অভিযোগ করেন সকলে৷
advertisement
রাম মোহন মিশন স্কুলের প্রিন্সিপ্যাল সুজয় বিশ্বাস জানান যে, স্কুলে যেভাবে, যে পোশাকে শিক্ষকরা ক্লাস নিতেন, সেভাবে তৈরি হয়েই অনলাইন ক্লাস নেওয়ার নির্দেশ রয়েছে৷ পড়ুয়াদের ইউনিফর্ম পরার নির্দেশ যেমন রয়েছে, তেমনই যাঁরা ক্লাস নিচ্ছেন, তাদেরও তৈরি হয়ে সঠিক পোশাক পরেই ক্লাস নেওয়ার কথা বলা হয়েছে৷ এই নিয়ম ভাঙা যাবে না বলেই সুজয়বাবু জানান৷
advertisement
advertisement
অন্যদিকে রিপন স্ট্রিটের সেন্ট অগস্টিন স্কুলে একটি পলিসি বুক রয়েছে৷ সেখানে শিক্ষক-শিক্ষিকাদের জন্যও রয়েছে বেশ কিছু নিয়মাবলি৷ অনলাইন ক্লাস চলাকালীন শিক্ষকদের শার্টের সঙ্গে টাই পরতে হবে এবং শিক্ষিকারা কোনও ভাবেই স্লিভলেস পোশাক পরতে পারবেন না৷ স্কুলের প্রিন্সিপ্যাল রিচার্ড গ্যাস্পার জানান, অনলাইন ক্লাস চলার সময় এই নিয়মের অন্যথা হওয়া চলবে না৷
advertisement
স্কুলগুলির শিক্ষকদের জন্য এমন নির্দেশ রয়েছে৷ সাউথ পয়েন্ট স্কুল ম্যানেজিং কমিটির ভাইস চেয়ারম্যাব কৃষ্ণা ধিমানি বলেন, গত বছরই শিক্ষকদের বিস্তারিত ভাবে সব নিয়ম জানিয়ে দেওয়া হয়েছিল৷ এখনও পর্যন্ত কোনও সমস্যা বা কোনও অভিযোগ আসেনি তাদের বিরুদ্ধে৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Online Class Teacher Dress: অনলাইন ক্লাসে কেমন পোশক পরবেন শিক্ষক-শিক্ষিকারা? স্কুলের নির্দেশ...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement