চাকরিহারা শিক্ষক, শিক্ষাকর্মীদের জন্য নতুন নির্দেশিকা! কী বলছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর?
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- Published by:Tias Banerjee
Last Updated:
চাকরি-বাতিল শিক্ষক-শিক্ষাকর্মীদের বুথ লেভেল অফিসার পদে না রাখার নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের। কমিশনের সতর্কতা— ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ থাকলেও BLO হিসেবে রাখা যাবে না। জেলার প্রশাসনগুলিকে তালিকা পুনরায় যাচাইয়ের নির্দেশ।
চাকরি-বাতিল হওয়া শিক্ষক-শিক্ষাকর্মীদের নিয়ে সতর্কতা জারি করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। স্পষ্ট জানানো হয়েছে— চাকরি-বাতিল শিক্ষক বা শিক্ষাকর্মীরা কোনওভাবেই বুথ লেভেল অফিসার (BLO) হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না।
সূত্রের খবর, রাজ্যের প্রায় ৮০ হাজারেরও বেশি বুথে বুথ লেভেল অফিসার নিয়োগ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে কিছু কিছু জেলায় BLO-দের তালিকায় পরিবর্তন আনা হচ্ছে বলে জানা গিয়েছে। কমিশনের নির্দেশ, বুথ লেভেল অফিসারদের তালিকা পুনরায় যাচাই করতে হবে, যাতে চাকরি-বাতিল কোনও শিক্ষাকর্মীর নাম সেখানে না থাকে।
advertisement
advertisement
উল্লেখ্য, চাকরি-বাতিল হওয়া শিক্ষকদের চাকরির মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকলেও, তাঁদের বুথ লেভেল অফিসার পদে রাখা যাবে না। জেলা প্রশাসনগুলিকে এই বিষয়ে সতর্ক করেছে কমিশন।
নির্বাচন কমিশনের কড়া অবস্থান— রায় বহাল থাকা বা আইনি প্রক্রিয়া চলমান থাকা সত্ত্বেও, যাঁদের চাকরি বাতিল হয়েছে, তাঁদের BLO পদে দায়িত্ব দেওয়া সম্পূর্ণ নিয়মবিরুদ্ধ। ফলে, সংশ্লিষ্ট জেলাগুলিকে এখন নতুন করে তালিকা যাচাইয়ের নির্দেশ পাঠানো হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Oct 31, 2025 12:49 PM IST









