কংগ্রেস চেয়েছিল, তবু বসিরহাট ও পুরুলিয়ায় প্রার্থী ঘোষণা করে দিল বামেরা, কংগ্রেসের সঙ্গে জোটের ভবিষ্যৎ তাহলে কী?
Last Updated:
#কলকাতা: কংগ্রেস চেয়েছিল, তবু বসিরহাট ও পুরুলিয়ায় প্রার্থী ঘোষণা করে দিল বামেরা। ২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে ফ্রন্ট। তারমধ্যে ১৫টিতে লড়ছে সিপিএম। বাম-কংগ্রেস জোটের ভবিষ্যৎ তাহলে কী? জবাব এড়িয়ে গিয়ে বামফ্রন্টের বিবৃতি, প্রয়োজনে ওই দুটি আসনে প্রার্থী দিতে পারে কংগ্রেস।
রায়গঞ্জ, মুর্শিদাবাদ আসন চেয়েও মেলেনি। এবার বসিরহাট ও পুরুলিয়া কেন্দ্র নিয়েও খালি হাতে ফিরতে হল প্রদেশ কংগ্রেসকে।
বামেদের প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে,তাতে ওই দুটি আসনে লড়ছেন ফরওয়ার্ড ব্লক ও সিপিআই প্রার্থীরা।
advertisement
অথচ শেষ মুহূর্ত পর্যন্ত, এই দুটি আসন নিয়েই টানাপোড়েন চলে। দফায় দফায় আলোচনার পরও সমাধানসূত্র বেরোয়নি। শুক্রবার প্রার্থী ঘোষণার আগেও ফ্রন্ট চেয়ারম্যানের সঙ্গে কথা হয় প্রদেশ সভাপতির। দাবি পূরণ না হওয়ার কর্মীদের ক্ষোভেরও আঁচ পাচ্ছে প্রদেশ কংগ্রেস ৷
advertisement
তাৎপর্যপূর্ণ ভাবে বামফ্রন্টের প্রেস বিবৃতিতে বলা হয়েছে, পুরুলিয়া ও বসিরহাট আসনে প্রার্থী দেওয়া হলেও কংগ্রেস যদি ওখানে জেতার ব্যাপারে আশাবাদী হয়, তবে ওই দুই আসনে প্রার্থী দিতে পারে। আমরা কংগ্রেসের জেতা আসনে প্রার্থী দেব না। কংগ্রেসও অনুরূপ সিদ্ধান্ত নিয়েছে।
ফ্রন্ট সূত্রে খবর, ১১ থেকে ১২টি আসনের প্রস্তাব দেওয়া হতে পারে কংগ্রেসকে। তা হলে কংগ্রেসের নেতা-কর্মীদের ক্ষোভ আরও বাড়ার আশঙ্কা। তবু জোট নিয়ে আশা ছাড়ছে না প্রদেশ নেতৃত্ব।
advertisement
বাম-কংগ্রেসের জোটের জট কাটবে কিনা, তা স্পষ্ট হতেও আরও কয়েকদিন লাগবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 15, 2019 10:29 PM IST