গণতন্ত্র কী? সংবিধান কী? প্রজাতন্ত্র দিবসে বাচ্চাদের 'সহজ' করে বোঝালেন ফিরহাদ হাকিম!
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by:Sudipta Sen
Last Updated:
Firhad Hakim on Republic Day: মেয়র ছোটদের সহজ ভাষায় বোঝালেন যে সংবিধান আমাদের জীবন ও দেশ পরিচালনার মূখ্য দিকনির্দেশনা দেয়। আমাদের দায়িত্ব ও কর্তব্য কী, তা বোঝা এবং পালন করাই দেশের প্রতি প্রকৃত সম্মান।
কলকাতা: রবিবার ২৬ জানুয়ারি, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন হল। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের পতাকা উত্তোলন। সেই সঙ্গে শিশুদের দিলেন বিশেষ পাঠ, যা তাদের আগামিদিনের পাথেয় হতে পারে।
অনুষ্ঠানের মূল আকর্ষণ: পতাকা উত্তোলন, কুচকাওয়াজ। অংশগ্রহণ করেন সিভিক ভলান্টিয়ারদের পুরুষ ও মহিলাদের দল, কলকাতা পুলিশ ব্যান্ড এবং মেয়র স্কুলের ছাত্রছাত্রীরা।
– **উদ্বোধনী সংগীত**: ‘বাংলার মাটি বাংলার জল’।
advertisement

advertisement
প্রজাতন্ত্রে ছোটদের ফিরহাদ বক্তব্য: যখন আমরা পাঁচ বছরের ছিলাম তখন জানতাম না, সংবিধান কী? গনতন্ত্র কী? এখন সবাই জানি,বাবা কাকার মোবাইল চুরি করে সবাই ব্যবহার করি । নতুন মোবাইলের ম্যানুয়ালের কথা বলে বাচ্চাদের দেশের সংবিধান বোঝালেন। সহজ করে বললেন দেশের ম্যানুয়াল, দেশ কীভাবে চলবে, কী করতে হবে সব ওখানে লেখা আছে। ছোটোদের বোঝালেন, দেশের সংবিধানে কী লেখা আছে, আমাদের কর্তব্য কী ইত্যাদি।
advertisement
ফিরহাদ হাকিমের বক্তব্য:
মেয়র ফিরহাদ হাকিম ছোটদের উদ্দেশ্যে সহজ ভাষায় দেশের সংবিধানের গুরুত্ব বোঝান। তিনি বলেন: 1.গণতন্ত্র ও সংবিধান: “যখন আমরা পাঁচ বছরের ছিলাম, তখন সংবিধান ও গণতন্ত্র সম্পর্কে জানতাম না। কিন্তু এখন সবাই জানে।”
2. সংবিধান বোঝার উদাহরণ: তিনি মজার ছলে বলেন, “বাবা বা কাকার মোবাইল চুরি করে ব্যবহার করি, নতুন মোবাইলের ম্যানুয়াল পড়ি। তেমনই দেশের সংবিধান দেশের ম্যানুয়াল।”
advertisement
3. সহজ ব্যাখ্যা: সংবিধান হল দেশের নিয়মাবলি। দেশ কীভাবে চলবে, আমাদের কী করা উচিত, কী করা উচিত নয়—সবকিছু সংবিধানে লেখা আছে।

advertisement
প্রজাতন্ত্রে ছোটদের ফিরহাদ বক্তব্য: যখন আমরা পাঁচ বছরের ছিলাম তখন জানতাম না, সংবিধান কী? গনতন্ত্র কী? এখন সবাই জানি,বাবা কাকার মোবাইল চুরি করে সবাই ব্যবহার করি । নতুন মোবাইলের ম্যানুয়ালের কথা বলে বাচ্চাদের দেশের সংবিধান বোঝালেন। সহজ করে বললেন দেশের ম্যানুয়াল, দেশ কীভাবে চলবে, কী করতে হবে সব ওখানে লেখা আছে। ছোটোদের বোঝালেন, দেশের সংবিধানে কী লেখা আছে, আমাদের কর্তব্য কী ইত্যাদি।
advertisement
শিশুদের উদ্দেশ্যে বার্তা:
মেয়র ছোটদের সহজ ভাষায় বোঝালেন যে সংবিধান আমাদের জীবন ও দেশ পরিচালনার মূখ্য দিকনির্দেশনা দেয়। আমাদের দায়িত্ব ও কর্তব্য কী, তা বোঝা এবং পালন করাই দেশের প্রতি প্রকৃত সম্মান।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 26, 2025 10:08 AM IST