বিজেপি দফতরে শমীকের দরবারে ভিড় জমালেন কর্মীরা! কিন্তু রাজ্য সভাপতির দরবারে আড়ি পাততে গেলেন কারা?
- Published by:Rachana Majumder
- Reported by:Susmita Mondal
Last Updated:
সংগঠন নিয়ে নানা অভিযোগ শুনতে হল তাঁকে। শমীকের দরবারের শুরুতেই এদিন গোয়েন্দাগিরির অভিযোগ উঠেছিল।
কলকাতা: বুধবার দলীয় দফতরে কর্মী-সমর্থকদের মুখোমুখি বসেছিলেন শমীক ভট্টাচার্য। সেখানে প্রথম দিনেই যথেষ্ট সাড়া পেয়েছন বিজেপির রাজ্য সভাপতি। গোষ্ঠী কোন্দলে দীর্ণ রাজ্যের গেরুয়া বাহিনী। স্বভাবতই আগত দলীয় কর্মী-সমর্থকদের নানা অভাব অভিযোগের কেন্দ্রে ছিল কোন্দলের অভিযোগ। সভাপতির দরবারে আড়ি পেতে ধরাও পড়লেন এক পদাধিকারী। ঘটনায় ফের সামনে এল দলের অন্তর্বিরোধ। প্রত্যাশা মতো শমীকের দরবার বসল। তাতে এলেনও প্রচুর মানুষ। এতদিন পর সভাপতিকে কাছে পেয়ে সবাই খুশি। দল, সংগঠন নিয়ে একঝাঁক অভিযোগ সামনে এল । শুনলেন সব। প্রয়োজনে মতামত ও দিলেন। ভোটের আগে এ এক নতুন হাওয়া বিজেপিতে।
যদিও শমীক বিষয়টাকে হালকা করতে বললেন, ‘দরবার টরবার কিছু না। আসব আমি। দেখাও করব।’ বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হয়েই সাধারণ কর্মী-সমর্থকদের সঙ্গে যোগসূত্র গড়ে তোলাকেই তাঁর অন্যতম অগ্রাধিকার বলে জানিয়ে দিয়েছিলেন শমীক ভট্টাচার্য। সেই লক্ষ্যেই তিনি ঠিক করেন, সপ্তাহের নির্দিষ্ট দিনে সাধারণ কর্মীদের সঙ্গে মিলিত হবেন। খোলাখুলি কথা হবে সামনাসামনি। বুধবার বিজেপির রাজ্য দফতরে বসেছিলেন শমীক।
advertisement
advertisement
সংগঠন নিয়ে নানা অভিযোগ শুনতে হল তাঁকে। শমীকের দরবারের শুরুতেই এদিন গোয়েন্দাগিরির অভিযোগ উঠেছিল। দলের এক পাদাধিকারী সমর্থক-কর্মীদের ভিড়ে ঘরে বসতে যেতেই তাঁকে নিষেধ করেন শমীক। দলের একাংশের অভিযোগ শমীকের বিরোধী যে গোষ্ঠী তাঁরাই আড়ি পাততে তৎপর। বোঝা গেল, বঙ্গ বিজেপিতে এখনও গোষ্ঠীবাজি কমার লক্ষণ নেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 04, 2025 8:46 AM IST