বিজেপি দফতরে শমীকের দরবারে ভিড় জমালেন কর্মীরা! কিন্তু রাজ্য সভাপতির দরবারে আড়ি পাততে গেলেন কারা?

Last Updated:

সংগঠন নিয়ে নানা অভিযোগ শুনতে হল তাঁকে। শমীকের দরবারের শুরুতেই এদিন গোয়েন্দাগিরির অভিযোগ উঠেছিল।

News18
News18
কলকাতা: বুধবার দলীয় দফতরে কর্মী-সমর্থকদের মুখোমুখি বসেছিলেন শমীক ভট্টাচার্য। সেখানে প্রথম দিনেই যথেষ্ট সাড়া পেয়েছন বিজেপির রাজ্য সভাপতি। গোষ্ঠী কোন্দলে দীর্ণ রাজ্যের গেরুয়া বাহিনী। স্বভাবতই আগত দলীয় কর্মী-সমর্থকদের নানা অভাব অভিযোগের কেন্দ্রে ছিল কোন্দলের অভিযোগ। সভাপতির দরবারে আড়ি পেতে ধরাও পড়লেন এক পদাধিকারী। ঘটনায় ফের সামনে এল দলের অন্তর্বিরোধ। প্রত্যাশা মতো শমীকের দরবার বসল। তাতে এলেনও প্রচুর মানুষ। এতদিন পর সভাপতিকে কাছে পেয়ে সবাই খুশি। দল, সংগঠন নিয়ে একঝাঁক অভিযোগ সামনে এল । শুনলেন সব। প্রয়োজনে মতামত ও দিলেন। ভোটের আগে এ এক নতুন হাওয়া বিজেপিতে।‌
যদিও শমীক বিষয়টাকে হালকা  করতে বললেন, ‘দরবার টরবার  কিছু না। আসব আমি। দেখাও করব।’ বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হয়েই সাধারণ কর্মী-সমর্থকদের সঙ্গে যোগসূত্র গড়ে তোলাকেই তাঁর অন্যতম অগ্রাধিকার বলে জানিয়ে দিয়েছিলেন শমীক ভট্টাচার্য। সেই লক্ষ্যেই তিনি ঠিক করেন, সপ্তাহের নির্দিষ্ট দিনে সাধারণ কর্মীদের সঙ্গে মিলিত হবেন। খোলাখুলি কথা হবে সামনাসামনি। বুধবার বিজেপির রাজ্য দফতরে বসেছিলেন শমীক।
advertisement
advertisement
সংগঠন নিয়ে নানা অভিযোগ শুনতে হল তাঁকে। শমীকের দরবারের শুরুতেই এদিন গোয়েন্দাগিরির অভিযোগ উঠেছিল। দলের এক পাদাধিকারী সমর্থক-কর্মীদের ভিড়ে ঘরে বসতে যেতেই তাঁকে নিষেধ করেন শমীক। দলের একাংশের অভিযোগ শমীকের বিরোধী যে গোষ্ঠী তাঁরাই আড়ি পাততে তৎপর। বোঝা গেল, বঙ্গ বিজেপিতে এখনও গোষ্ঠীবাজি কমার লক্ষণ নেই।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিজেপি দফতরে শমীকের দরবারে ভিড় জমালেন কর্মীরা! কিন্তু রাজ্য সভাপতির দরবারে আড়ি পাততে গেলেন কারা?
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement