West Bengal Weather Update: দিন দিন পারদ চড়ছে, এপ্রিলে কি দক্ষিণবঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা আছে ?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম-সহ কয়েকটি জেলায় সপ্তাহান্তে বিক্ষিপ্ত বৃষ্টির সামান্য সম্ভাবনা। কলকাতা-সহ সংলগ্ন এলাকায় এপ্রিল মাসে বৃষ্টির সম্ভাবনা নেই ।
কলকাতা: গরম ও অস্বস্তিকর আবহাওয়া আজ, মঙ্গলবার দক্ষিণবঙ্গে। কলকাতায় তাপপ্রবাহের মতন পরিস্থিতি। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের পূর্বাভাস। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলায় প্রভাব সবথেকে বেশি। উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি (West Bengal Weather Update)।
নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম-সহ কয়েকটি জেলায় সপ্তাহান্তে বিক্ষিপ্ত বৃষ্টির সামান্য সম্ভাবনা। কলকাতা-সহ সংলগ্ন এলাকায় এপ্রিল মাসে বৃষ্টির সম্ভাবনা নেই । রবি অথবা সোমবারে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা তৈরি হচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে।
advertisement
advertisement
কলকাতায় আজ, মঙ্গলবারও অস্বস্তিকর আবহাওয়া। গরম সঙ্গে অস্বস্তি। আজও ৩৯ থেকে ৪০ ডিগ্রির কাছাকাছি থাকবে তাপমাত্রা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ৩° বেশি। গতকাল, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৩৪ থেকে ৮৯ শতাংশ।
গরম ও অস্বস্তিকর আবহাওয়া আজ দক্ষিণবঙ্গে। কলকাতায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের পূর্বাভাস। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর. ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলায় প্রভাব সবথেকে বেশি। উত্তরবঙ্গের মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি।
advertisement
নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম-সহ কয়েকটি জেলায় সপ্তাহান্তে বিক্ষিপ্ত বৃষ্টির সামান্য সম্ভাবনা। কলকাতা-সহ সংলগ্ন এলাকায় এপ্রিল মাসে বৃষ্টির সম্ভাবনা নেই । রবি অথবা সোমবারে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা তৈরি হচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে।
advertisement
২৮ এপ্রিল পর্যন্ত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। এপ্রিলেই হাঁসফাঁস। জয়সলমেরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে কলকাতা। বাইশের এপ্রিল কি ভেঙে দেবে ষোলোর রেকর্ড? তা নিয়ে এখন জোর জল্পনা। বৃষ্টির দেখা নেই। ভ্যাপসা গরমে গলদঘর্ম অবস্থা। প্রতি এপ্রিলেই চোখ রাঙায় গরম। কিন্তু এবারের চোখরাঙানি অনেকটাই বেশি। ২০১৬ সালের পর আবারও এপ্রিলেই হাঁসফাঁস কলকাতা। শুধু কলকাতাই নয়, তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণের ৭টি জেলা।
advertisement
২০১৬ সালে কলকাতায় এপ্রিলে ৪১ পেরিয়ে গিয়েছিল উষ্ণতার পারদ। ২০২১-এর এপ্রিলেও কলকাতার তাপমাত্রার পারদ চল্লিশের কাছেই ঘোরাঘুরি করেছে। রবিবার কলকাতায় ছিল এই মরশুমের উষ্ণতম দিন। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যায় ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি।
আগামী তিন চারদিনেও কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। জোর জল্পনা, বাইশের এপ্রিল কি ভেঙে দেবে ষোলোর রেকর্ড? কিন্তু কেন এবার এপ্রিলেই নাজেহাল? বিশেষজ্ঞরা বলছেন, মার্চ মাস থেকে উত্তর-পশ্চিম হাওয়ার দাপট কমতে থাকে ৷ বাড়তে থাকে দক্ষিণ-পূর্ব হাওয়ার দাপট ৷ এই পূবালী হাওয়াতেই সাগর থেকে জলীয় বাষ্প ঢোকে রাজ্যে ৷ যা বিহার-ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি করে। সেই মেঘ ক্রমে বাংলার দিকে এগিয়ে এসে প্রাক বর্ষার বৃষ্টি ঘটায় রাজ্যে ৷ এর প্রভাবেই কাল বৈশাখী, শিলাবৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হয় ৷ কিন্তু এবার মার্চ মাস থেকেই উধাও পূবালি হাওয়া ৷
advertisement
দক্ষিণ-পূর্ব হওয়ার বদলে দক্ষিণ-পশ্চিম হাওয়া ঢুকছে রাজ্যে ৷ উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দুই বাতাসই শুষ্ক হওয়ায় এপ্রিলেই হাঁসফাঁস ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 26, 2022 10:52 AM IST