West Bengal Weather Report: ১৪ জেলায় ৪০ ডিগ্রি, কলকাতাও রেকর্ডের পথে, কোথায় সর্বোচ্চ তাপমাত্রা?
- Published by:Raima Chakraborty
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
West Bengal Weather Report: রাজ্যের চার জেলায় ৪১ ডিগ্রি ছুঁয়েছে পারদ। রাজ্যের ১৪ জেলাতে ৪০ ডিগ্রি বা তার উপরে তাপমাত্রা।
কলকাতা: বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী দু'দিনে আরও দু'ডিগ্রি বাড়বে তাপমাত্রা। রাজ্যের ১৪ জেলায় তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা পরিসংখ্যানে। রাজ্যের চার জেলায় ৪১ ডিগ্রি ছুঁয়েছে পারদ। রাজ্যের ১৪ জেলাতে ৪০ ডিগ্রি বা তার উপরে তাপমাত্রা। গতকাল অক্ষরেখার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে। সেই আর্দ্রতা ছাড়িয়ে রবিবার থেকে ফের শুষ্ক আবহাওয়া। আজ সর্বোচ্চ তাপমাত্রার পারদ আরও চড়বে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের।
এক নজরে দেখে নেওয়া যাক সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গের কোথায় কত?
কলকাতার আলিপুরে ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। সল্টলেক ৪০ ডিগ্রি সেলসিয়াস। বারাকপুর ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। বসিরহাট ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস। দমদম ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যাব ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।
advertisement
হাওড়ার উলুবেড়িয়াতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছিল। স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। এই জেলারই ডায়মন্ড হারবারে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।
advertisement
আরও পড়ুন: লক্ষ লক্ষ টাকার খেলা! কোন পদে চাকরির জন্য কত টাকা নিতেন জীবন সাহা? CBI-এর চাঞ্চল্যকর দাবিতে তোলপাড় বাংলা
পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস যার স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। এই জেলার কলাইকুন্ডাতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা হয় ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। পাশের জেলা পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। এই জেলার সমুদ্র সৈকতের দীঘাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক এর থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।
advertisement
নদিয়ার কৃষ্ণনগরে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। পশ্চিমের জেলাগুলিতেও চল্লিশ পার তাপমাত্রা। বাঁকুড়া জেলায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। বীরভূমের শ্রীনিকেতনে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা চলেছিল ৪১.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।
advertisement
আরও পড়ুন: অদ্ভুত জিনগত রোগ, সন্তানেরা কুকুরের মতো ঘেউ ঘেউ শব্দে কথা বলে! অবিশ্বাস্য
হুগলি জেলার মগরাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। পূর্ব বর্ধমানের বর্ধমান শহরে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা পারদ ছুঁয়েছিল ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। বর্ধমানের ই পানাগড় এলাকায় তাপমাত্রা পারদ ছুঁয়েছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াসে। এই জেলার আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। ঝাড়গ্রামে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়াতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।
advertisement
উত্তরবঙ্গের তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। দার্জিলিংয়ের তাপমাত্রা ২৫ ডিগ্রি ছুঁই ছুঁই। উত্তরবঙ্গের বাগডোগরাতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙে ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। জলপাইগুড়িতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা। কালিম্পং জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। দিনাজপুরের বালুরঘাটে সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। মালদাতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা। আলিপুরদুয়ারে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
বিশ্বজিৎ সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 16, 2023 5:38 PM IST