ডিজিটাইজেশনে বাংলাই পথিকৃৎ, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নয়া নীতির ঘোষণা জানুয়ারিতেই : মুখ্যমন্ত্রী
Last Updated:
নাম না করে মোদির ডিজিটাল ইন্ডিয়ার স্লোগানকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর।
#কলকাতা: ডিজিটাল ইন্ডিয়া নিয়ে দেশ জুড়ে প্রচারের ঝড় তুলেছে মোদি সরকার। এবার তাতে ঘা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে মোদির ডিজিটাল ইন্ডিয়ার স্লোগানকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। বণিকসভার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের খোঁচা, ‘ডিজিটাইজেশন’ নিয়ে ঢাকঢোল না পিটিয়ে, বহুদিন ধরে নীরবে কাজ করে যাচ্ছে রাজ্য সরকার। তাঁর দাবি, ডিজিটাল ইন্ডিয়াকে পথ দেখিয়েছে এ রাজ্যই। তথ্যপ্রযুক্তির বিষয়ে অন্যান্য রাজ্যের তুলনায় কিছুটা পিছিয়ে পশ্চিমবঙ্গ। তা নিয়ে বাম সরকারকেও একহাত নিয়েছেন মমতা।
২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই ডিজিটাল ইন্ডিয়ার স্লোগান মোদির মুখে। নোটবন্দির পর থেকেই নগদহীন ডিজিটাল লেনদেন, ই-ব্যাঙ্কিংয়ে জোর দেওয়ার কথা বলে আসছে কেন্দ্র। এমনকী, ই-টেন্ডার চালু করে সর্বক্ষেত্রে দুর্নীতি দমনের দাওয়াইও দিচ্ছে মোদি সরকার। এবার তা নিয়েই, নাম না করে প্রধানমন্ত্রীকে বিঁধলেন মুখ্যমন্ত্রী। বললেন, ঢাকঢোল না পেটালেও, ডিজিটাল ইন্ডিয়াকে পথ দেখিয়েছে বাংলাই।
advertisement
নানা দিক থেকে ডিজিটাইজেশনের পথে অনেকটা এগোলেও, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বেশ খানিকটা পিছিয়ে এ রাজ্য। সেটা অবশ্য বণিকসভার বৈঠকে মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী। আর তা নিয়ে বাম জমানাকেই নিশানা করেছেন তিনি। ডিজিটাইজেশনে একাধিক শিরোপা রাজ্যের মুকুটে। এবার টার্গেট তথ্যপ্রযুক্তি ক্ষেত্র। তাই আগামী বছরের শুরুতেই, বেঙ্গল গ্লোবাল সামিটে নয়া নীতিও ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার। ওই ক্ষেত্রে আড়াই লক্ষ কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলেও দাবি মুখ্যমন্ত্রীর।
advertisement
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 08, 2017 10:41 AM IST