Suman Kanjilal || West Bengal Politics: বার্লার বিরুদ্ধে বড় 'অভিযোগ'! অভিষেকের অফিসে আলিপুরদুয়ারের 'বিজেপি' বিধায়ক
- Published by:Sanjukta Sarkar
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Suman Kanjilal || West Bengal Politics: রবিবারই তৃণমূলে যোগ দেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। দীর্ঘদিন ধরেই তাঁর দলবদলের গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে রবিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে ট্যুইট করে এই বার্তা জানানো হয়।
কলকাতা : তৃণমূলে যোগ দিলেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক। রবিবারই তৃণমূলে যোগ দেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। দীর্ঘদিন ধরেই তাঁর দলবদলের গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে রবিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে ট্যুইট করে এই বার্তা জানানো হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে এসে রবিবার তৃণমূলে যোগদান করেন সুমন কাঞ্জিলাল। যদিও এই যোগদান নিয়ে এখনও সুমন কাঞ্জিলালের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Rejecting the anti-people policies & hate-laden agenda of @BJP4India, Shri Suman Kanjilal joined the AITC family today, in the presence of our National General Secretary Shri @abhishekaitc.
Yet another @BJP4Bengal MLA realises the truth that BJP has no intention to serve people! pic.twitter.com/PN35V5sH6O — All India Trinamool Congress (@AITCofficial) February 5, 2023
advertisement
advertisement
সৌরভ চক্রবর্তীকে হারিয়ে সুমন কঞ্জিলাল বিধায়ক হয়েছিলেন আলিপুরদুয়ারে। বিধানসভায় বিজেপির ভাল বক্তাদের মধ্যে প্রথম সারিতে নাম রয়েছে সুমন কাঞ্জিলালের। সেই সুমন রবিবার কলকাতায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড জন বার্লার বিরুদ্ধে অভিযোগ তুলেই তৃণমূলের শিবিরে। জন বার্লা কাজে বাধা দিচ্ছিলেন বলে অভিযোগ তোলেন সুমন।
advertisement
সূত্রের খবর, বিগত কিছু সময় ধরেই আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লার প্রতি ক্ষোভ তৈরি হয়েছিল সুমন কাঞ্জিলালের। এর কারণ হিসেবে সুমন কাঞ্জিলাল শিবিরের দাবি, এলাকার উন্নয়নে জন বার্লা কোনওরকম সহযোগিতা করছিলেন না। আর সেই কারণে ভোটের সময় সুমন কাঞ্জিলাল মানুষকে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছিলেন, সেই সমস্ত প্রতিশ্রুতি তিনি পালন করতে পারছিলেন না। মূলত সেই কারণেই তাঁর এই তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 05, 2023 7:11 PM IST