হোম /খবর /কলকাতা /
বার্লার বিরুদ্ধে বড় 'অভিযোগ'! অভিষেকের অফিসে আলিপুরদুয়ারের 'বিজেপি' বিধায়ক

Suman Kanjilal || West Bengal Politics: বার্লার বিরুদ্ধে বড় 'অভিযোগ'! অভিষেকের অফিসে আলিপুরদুয়ারের 'বিজেপি' বিধায়ক

তৃণমূলে যোগদান সুমন কাঞ্জিলালের

তৃণমূলে যোগদান সুমন কাঞ্জিলালের

Suman Kanjilal || West Bengal Politics: রবিবারই তৃণমূলে যোগ দেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। দীর্ঘদিন ধরেই তাঁর দলবদলের গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে রবিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে ট্যুইট করে এই বার্তা জানানো হয়।

আরও পড়ুন...
  • Share this:

কলকাতা : তৃণমূলে যোগ দিলেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক। রবিবারই তৃণমূলে যোগ দেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। দীর্ঘদিন ধরেই তাঁর দলবদলের গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে রবিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে ট্যুইট করে এই বার্তা জানানো হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে এসে রবিবার তৃণমূলে যোগদান করেন সুমন কাঞ্জিলাল। যদিও এই যোগদান নিয়ে এখনও সুমন কাঞ্জিলালের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সৌরভ চক্রবর্তীকে হারিয়ে সুমন কঞ্জিলাল বিধায়ক হয়েছিলেন আলিপুরদুয়ারে। বিধানসভায় বিজেপির ভাল বক্তাদের মধ্যে প্রথম সারিতে নাম রয়েছে সুমন কাঞ্জিলালের। সেই সুমন রবিবার কলকাতায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড জন বার্লার বিরুদ্ধে অভিযোগ তুলেই তৃণমূলের শিবিরে। জন বার্লা কাজে বাধা দিচ্ছিলেন বলে অভিযোগ তোলেন সুমন।

আরও পড়ুন: উচ্চশিক্ষায় উল্লেখযোগ্য অবদান...! মমতাকে সোমবার ডিলিট সম্মান দেবে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন: মোদির নেতৃত্বেই বৃদ্ধির হার দ্বিগুণ! আগামী কয়েক বছরে লাখ লাখ চাকরি দেবে উত্তরপ্রদেশ! বড় দাবি যোগী আদিত্যনাথের

সূত্রের খবর, বিগত কিছু সময় ধরেই আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লার প্রতি ক্ষোভ তৈরি হয়েছিল সুমন কাঞ্জিলালের। এর কারণ হিসেবে সুমন কাঞ্জিলাল শিবিরের দাবি, এলাকার উন্নয়নে জন বার্লা কোনওরকম সহযোগিতা করছিলেন না। আর সেই কারণে ভোটের সময় সুমন কাঞ্জিলাল মানুষকে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছিলেন, সেই সমস্ত প্রতিশ্রুতি তিনি পালন করতে পারছিলেন না। মূলত সেই কারণেই তাঁর এই তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত।

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Abhishek Banerjee, Bengal BJP, TMC