Naushad Siddiqui: ’মুখ্যমন্ত্রী বললে...’, ভাঙড়ের স্বার্থে বিরাট বলিদান দিতে রাজি, নওশাদের মন্তব্য ঘিরে তোলপাড়
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
আইএসএফ-এর শরিক বাম-কংগ্রেস অবশ্য বিষয়টা নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চায়নি৷ অধীর চৌধুরী জানিয়েছেন, বিষয়টা যে নেতা বলেছেন,এটা তাঁর ব্যক্তিগত মত৷ বাম নেতা সুজন চক্রবর্তীরও মত খানিক সেরকমই৷
কলকাতা: মনোনয়ন পর্ব ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়৷ গুলি-বোমায় প্রাণ চলে গিয়েছে তিন তিনটে মানুষের৷ এবার ভোটপর্ব নিয়েও অশান্তির আশঙ্কা করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি৷ এদিন তিনি দাবি করেন, তাঁর আশঙ্কা ভোটের দিনও অশান্তি ছড়াতে পারে ভাঙড়ে৷ তাই, অশান্তি এড়াতে ভাঙড়ের মানুষের স্বার্থে তিনি পঞ্চায়েতের প্রার্থীও তুলে নিতে প্রস্তুত বলে জানান নওশাদ৷
এখানেই শেষ নয়, আরও একধাপ এগিয়ে নওশাদের দাবি, ‘‘কেউ যদি বলে, ভাঙড়ের মানুষের স্বার্থে প্রার্থী তুলে নিতে.. মুখ্যমন্ত্রী যদি বলেন, প্রার্থী তুলে নিতে, ভাঙড়ের মানুষের স্বার্থে, আমি আমাদের প্রার্থীদের সঙ্গে কথা বলব, তাঁদের কনভিন্স করার চেষ্টা করব, প্রার্থী তুলে নেব৷’’
আরও পড়ুন: জেলের ভিতরে কী করেন কুন্তল! এবার সেটাও জানতে চায় CBI, আদালতের বড় নির্দেশে তোলপাড়
যদিও আইএসএফ নেতার এই বক্তব্যকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তৃণমূল৷ দক্ষিণ ২৪ পরগণার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা সব্যসাচী দত্ত নওশাদের এহেন মন্তব্য প্রসঙ্গে বলেন, ‘‘মুখ্যমন্ত্রী বলবেন! উনি (নওশাদ) বোধহয় নিজের অবস্থানটা নিয়ে একটু বেশি ভাবছেন…আসলে বিজেপি, অতি বামের কাছ থেকে টাকা নিয়ে আতান্তরে পড়েছেন, সামলাতে পারছেন না, সেই কারণে প্রার্থী তুলে নিতে চাইছেন৷’’
advertisement
advertisement
আইএসএফ-এর শরিক বাম-কংগ্রেস অবশ্য বিষয়টা নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চায়নি৷ অধীর চৌধুরী জানিয়েছেন, বিষয়টা যে নেতা বলেছেন,এটা তাঁর ব্যক্তিগত মত৷ বাম নেতা সুজন চক্রবর্তীরও মত খানিক সেরকমই৷
আরও পড়ুন: দারুণ দুর্যোগ! উত্তর সিকিমে ভয়াবহ অবস্থা, আটকে বহু পর্যটক, উদ্ধারে তৎপর সেনা
বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য অবশ্য বলেন, ‘‘তৃণমূল টার্গেট নিয়েছে ২৫ হাজার প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে হবে৷ সেই কারণে ভাঙড়কে কেন্দ্র করে গোটা রাজ্যেই এই ধরনের অশান্তির ঘটনা ঘটানো হচ্ছে৷’’
advertisement
অন্যদিকে, এদিনই নিরাপত্তার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিধায়ক নওশাদ৷ তাঁর আইনজীবীর দাবি, তিনিই একমাত্র বিধায়ক, যাঁর ব্যক্তিগত নিরাপত্তা নেই৷ ভাঙড়ের যা পরিস্থিতি, তাতে নওশাদের নিরাপত্তায় নির্দিষ্ট ব্যবস্থা থাকা উচিত বলে দাবি করেন তাঁর আইনজীবী৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
June 19, 2023 4:06 PM IST
