West Bengal News: শিল্পে বিনিয়োগে আনতে নয়া প্রকল্প রাজ্যের, আগামী মাসেই শুরু 'শিল্প সমাধান'

Last Updated:

West Bengal News:"শিল্প সমাধান" ২ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগের ঋণের ওপর সুদের তিন শতাংশ ভর্তুকি দেবে সরকার। ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের মাধ্যমে  শিল্পায়নের লক্ষ্যে "শিল্প সমাধান" নামক এক প্রকল্প নিয়ে আসা হচ্ছে। কৃষি ভিত্তিক ছোট শিল্প বিকাশে গুরুত্ব দিচ্ছে রাজ্য।

 তৎপর নবান্ন
তৎপর নবান্ন
কলকাতা: লোকসভা ভোটের আগে রাজ্যের নজরে শিল্পায়ন। আর তার জন্যই এবার নয়া কর্মসূচি আনছে রাজ্য। ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের মাধ্যমে  শিল্পায়নের লক্ষ্যে বড় বিনিয়োগের অপেক্ষায় বসে না থেকে “শিল্প সমাধান” নামক এক প্রকল্প নিয়ে আসা হচ্ছে। তাই এবার কৃষি ভিত্তিক ছোট শিল্প বিকাশে গুরুত্ব দিচ্ছে রাজ্য।
কৃষি পরিকাঠামো তহবিলকে ব্যবহার করতে আজ ‘শিল্প সমাধান’-এর লক্ষ্যে স্টার্ন্ডাড অপারেটিং প্রসিডিউর(এসওপি) প্রকাশ করা হল। এই ধরনের শিল্পে ২ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগে ঋনের ওপর সুদে ৩ শতাংশ ভর্তুকি দেবে সরকার। মূলত ডাল কল, চাল কল, তেল কল, গুদাম, হিমঘর, কাস্টম হায়ারিং সেন্টার, সর্টিং ও গ্রেডিং ইউনিট,প্যাকেজিং ইউনিট, সাইলো, জৈব চাষের ক্ষেত্রে প্রযুক্তিগত প্রয়োজনে এই প্রকল্পের সরকারি সুবিধা পাবে।
advertisement
advertisement
রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, বেসরকারি শিল্পদ্যোগী ছাড়াও, কৃষি উৎপাদক সংস্থা, স্বনির্ভর গোষ্ঠী, কৃষক, প্রাথমিক কৃষি সমবায় সমিতিও কৃষিজাত বিনিয়োগে শিল্প সমাধান প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন জানাতে পারবে। এই সুবিধা পাওয়ার জন্য কৃষি পরিকাঠামো তহবিল(এআইএফ) শিবির খোলা হবে।
advertisement
আগ্রহী বিনিয়োগকারীদের প্রথমেই সেখানে নাম নথিভুক্ত করতে হবে। ওই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে প্রকল্প রিপোর্ট-সহ ঋনের জন্য আবেদন করতে হবে। এআইএফ এই প্রকল্প রূপায়ণে বিনিয়োগকারীদের জমির মিউটেশন থেকে শিল্প সংক্রান্ত সমস্ত ছাড়পত্র পাইয়ে দিতে সাহায্য করবে।
advertisement
রাজ্যে কৃষি ক্ষেত্রে মজুরের সংখ্যা কমছে। ইতিমধ্যেই সমবায়ের মাধ্যমে গ্রামের বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে কাস্টম হায়ারিং সেন্টার খোলা হয়েছে। যারা ট্রাকটার থেকে ধানের চারা রোপন, ধান কাটা-সহ কৃষি উৎপাদনে আধুনিক প্রযুক্তি কিনে ভাড়া দিয়ে ব্যবসা শুরু করেছে। এতে কৃষির উৎপাদন খরচ কমেছে। রাজ্য সরকার বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে এধরনের সেন্টার খোলার জন্য ঋনের ওপর ভর্তুকি দিয়ে উৎসাহিত করতে চায়। এছাড়াও রাজ্যে কৃষিজাত পণ্যে পর্যাপ্ত গুদাম ও হিমঘর নেই। করোনাকালে হোম সার্ভিসের বাজার তৈরি হয়েছে। তাই প্যাকেজিং, সর্টিং ও গ্রেডিং সেন্টারের প্রয়োজন দেখা দিয়েছে। এক্ষেত্রে বিনিয়োগে উৎসাহিত করতে চায় রাজ্য।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal News: শিল্পে বিনিয়োগে আনতে নয়া প্রকল্প রাজ্যের, আগামী মাসেই শুরু 'শিল্প সমাধান'
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement