West Bengal Covid-19 Restrictions|| ৭৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি সিনেমা হলে, ব্যবসা বাড়ার আশায় মালিকপক্ষ

Last Updated:

75 percent audience in cinema-halls: ৫০ শতাংশ নয়, এ বার থেকে ৭৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি সিনেমা হলে। সোমবার সাংবাদিক বৈঠকে রাজ্যে করোনা বিধিনিষেধে (Covid 19) একাধিক ছাড়ের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

#কলকাতা: ৫০ শতাংশ নয়, এ বার থেকে ৭৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি সিনেমা হলে। সোমবার সাংবাদিক বৈঠকে রাজ্যে করোনা বিধিনিষেধে (Covid 19) একাধিক ছাড়ের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই সিনেমা হলে দর্শকাসনে ৭৫ শতাংশ ছাড়ের কথা ঘোষণা করেছে। ফলে স্বাভাবিকভাবেই ব্যবসা বাড়ার আশায় সিনেমাহলের মালিক পক্ষ।
আগামী ৩ তারিখ থেকে স্কুল-কলেজ খুলছে। পাশাপাশি আরও কিছু বিধিনিষেধে (Covid 19) ছাড় দেওয়া হচ্ছে। এ ছাড়া রেস্তরাঁ-বার ইত্যাদির ক্ষেত্রে ৭৫ শতাংশ ক্রেতা নিয়ে তা চালানোর ছাড় দেওয়া হয়েছে। খুলে দেওয়া হচ্ছে পার্কও। তবে কার্যকর থাকছে নাইট কার্ফু (Covid 19)। এই নির্দেশিকা কার্যকর থাকবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। তার পর আবারও সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে একটি বৈঠক করা হবে। সেখানে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: করোনা বিধিনিষেধে একাধিক বড় বদল, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
এ দিন নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিভিন্ন সিনেমা হলে দর্শক সংখ্যাও কিছুটা বাড়তে চলেছে। বিভিন্ন সিনেমা ও থিয়েটার হল চলবে ৭৫ শতাংশ দর্শক নিয়ে। এ ছাড়া সরকারি ও বেসরকারি অফিস চলবে ৭৫ শতাংশ কর্মী নিয়ে। খেলা ইত্যাদি অনুষ্ঠান চলতে পারবে ৭৫ শতাংশ দর্শক নিয়ে। তবে রাজনৈতিক প্রচার নির্দিষ্ট থাকবে কমিশনের ঘোষণা করা নির্বাচনী আচরণবিধি মেনেই, সেখানে রাজ্য সরকার কিছু বলবে না।
advertisement
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায় 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Covid-19 Restrictions|| ৭৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি সিনেমা হলে, ব্যবসা বাড়ার আশায় মালিকপক্ষ
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement