Sobhandeb Chatterjee On Jagdeep Dhankhar: কবিতার মাধ্যমে রাজ্যপালকে তীব্র আক্রমণ মন্ত্রী শোভনদেবের

Last Updated:

Sovondeb Chatterjee: 'স্তব্ধ পৃথিবী' বইয়ে 'মহামান্য' কবিতা লিখলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। 

১৯ লাইনের এই কবিতার ছত্রে ছত্রে আক্রমণ শানানো হয়েছে।
১৯ লাইনের এই কবিতার ছত্রে ছত্রে আক্রমণ শানানো হয়েছে।
#কলকাতা: এবার রাজ্যপালকে নিয়ে কবিতা লিখলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। স্তব্ধ পৃথিবী বলে একটি কবিতার বই প্রকাশিত হয়েছে মন্ত্রীর। সেই বইয়ে 'মহামান্য' বলে একটা কবিতা প্রকাশিত হয়েছে। সেই কবিতায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের নাম না করে তীব্র কটাক্ষ করেছেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ( Sobhandeb Chatterjee On Jagdeep Dhankhar)। স্তব্ধ পৃথিবী বইয়ের ৬২ নাম্বার পাতায় রয়েছে এই কবিতা।
১৯ লাইনের এই কবিতার ছত্রে ছত্রে আক্রমণ শানানো হয়েছে। মহামান্য কবিতায় লেখা হয়েছে, "মহামান্য আপনি নিশ্চয়ই অসামান্য আইনবিদ হিসেবে হয়ত অনন্য কিন্তু বিচার বোধে খামতি চোখে পড়ে সময় জ্ঞানেও মুখোস খুলে পড়ে। যুদ্ধের সেনাপতির যদি ভুল কোন হয় সময়টা নিশ্চয়ই ভুল ধরার নয়। সময় অনেক পাওয়া যাবে যুদ্ধে জয়ী হয়ে তখন না হয় কাটাছেড়া করবো সময় নিয়ে।কে ভুল কে ঠিক সময় বলে দেবে তখন না হয় মহামান্য হিসাব বুঝে নেবে। যুদ্ধে জয়ী হবার জন্য গড়ে তুলতে  হবে ঐক্য, এখন না হয় বন্ধ থাক যা কু-বাক্য। মহামান্য অসীম ক্ষমতা আপনার হাতে স্বয়ং রাষ্ট্রনেতা আপনার সাথে সেই ক্ষমতা প্রয়োগ করুন রাজ্যকে বাঁচাতে মানুষ আপনাকে মনে রাখবে সেই শুভ প্রভাতে।।"
advertisement
advertisement
কেন এই কবিতা লিখলেন তিনি ( Sobhandeb Chatterjee On Jagdeep Dhankhar)? শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য, কোভিড পরিস্থিতিতে মানুষকে নিদারুণ কষ্টের মধ্যে দিয়ে চলতে হয়েছে। একাধিক মানুষের একাধিক রকমের অসুবিধা তৈরি হয়েছিল। রাজ্যের মানুষের অসুবিধা দূর করতে সরকার সমস্ত রকমের প্রচেষ্টা চালিয়েছে। এর পরেও রাজ্যের মানুষের ডাকে সাড়া না দিয়ে, সাংবিধানিক পদে থাকা এক ব্যক্তি নিজের মতো করে আচরণ করেছেন। উনি রাজ্যের সব কাজেই বিরোধিতা করে চলেছেন। কিন্তু রাজ্যের যা প্রয়োজন সেই কাজে কোনওদিন তাকে সাহায্য করতে দেখা যায় না। তাই এই কবিতা লেখা। শোভনদেব চট্টোপাধ্যায় তার কবিতায় তাই উল্লেখ করেছেন, অসীম ক্ষমতা রাজ্যপালের হাতে আছে। কারণ রাষ্ট্রনেতা উনি। সেই ক্ষমতা প্রয়োগ করে উনি রাজ্যের পাশে এসে দাঁড়াতে পারতেন। তা হলে মানুষ ওনাকে মনে রাখবে৷
advertisement
Abir Ghosal
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sobhandeb Chatterjee On Jagdeep Dhankhar: কবিতার মাধ্যমে রাজ্যপালকে তীব্র আক্রমণ মন্ত্রী শোভনদেবের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement