West Bengal Medical Council: ভোট নাকি শুধু কারচুপি? রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ভোটে অবাক দৃশ্য

Last Updated:

West Bengal Medical Council: ব্যালট জমা দিতে আসা দুই ব্যাক্তিকে আটক করা হয়। পরে পুরো বিষয় নিয়ে থানায় অভিযোগ জানায় ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম।

ভোটে কারচুপির অভিযোগ
ভোটে কারচুপির অভিযোগ
ওঙ্কার সরকার, কলকাতা : ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের ভোটেও এবার কারচুপির অভিযোগ। হাইকোর্টের নির্দেশে চলা রাজ্য মেডিকেল কাউন্সিলের ভোটেও এড়ানো গেল না উত্তেজনা।বুধবার বিকেলে ৩ জন ব্যক্তি প্রায় কয়েকশো ব্যালট পেপার একসঙ্গে সল্টলেকে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের দফতরের ব্যালট ড্রপ বক্সে জমা করা শুরু করলে, শুরু হয় উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিধান নগর থানার বিশাল পুলিশ বাহিনী। সেখান থেকেই ব্যালট জমা দিতে আসা দুই ব্যাক্তিকে আটক করা হয়। পরে পুরো বিষয় নিয়ে থানায় অভিযোগ জানায় ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম।
রাজ্য মেডিকেল কাউন্সিল বোর্ড গঠনের শেষ নির্বাচন হয়েছিল ২০১৮ সালে। সেই সময়ও নির্বাচনে অশান্তি এবং কারচুপির অভিযোগের পর নির্বাচন স্থগিত করে দেওয়া হয় আদালতের তরফে। এরপর ফের আদালতের নির্দেশ মেনেই সেপ্টেম্বর মাসের ১৮ তারিখ থেকে শুরু হয়েছে নির্বাচনের প্রক্রিয়া। চলবে চলতি মাসের ১৮ তারিখ পর্যন্ত। আদালতের তরফে নিরপেক্ষ পর্যবেক্ষকের উপস্থিতি এবং ভোট গ্রহণস্থলে সিসিটিভি লাগানো নিশ্চিত করা হয়েছিল।
advertisement
advertisement
এই ভোটের নিয়ম অনুযায়ী প্রত্যেক চিকিৎসক ভোটদাতার বাড়িতে পোষ্টের মাধ্যমে ব্যালট পেপার পৌঁছবে। এদিন ভোট গ্রহণের সময় দেখা যায় বেশ কয়েকজন বান্ডিল বান্ডিল ব্যালট ব্যাগ থেকে বের করে ড্রপবক্সে ফেলছে। যদিও নিয়ম এক ব্যক্তি একটি ব্যালট খামবন্দি অবস্থায় ড্রপ বক্সে ফেলবে বা পোস্টের মাধ্যমে পাঠাতে পারবেন। কিন্তু একসঙ্গে অনেকগুলো ব্যালট, একাধিক ব্যক্তি ড্রপ বক্সে ফেলতে থাকায় অপরপক্ষ রুখে দাঁড়ায়। মূলত জনা ৩ ব্যাক্তির বিরুদ্ধে বহু সংখ্যক ব্যালট ড্রপ করার অভিযোগ ওঠে। রিটার্নিং অফিসার অভিযোগ পেয়ে বাধা দিতে এলে তাঁরা ক্ষিপ্ত হয়ে যায়। গালিগালাজ শুরু করে দেন বলেও অভিযোগ। যদিও এদিন এই বিষয় নিয়ে রিটার্নিং অফিসার কিছু বলতে চান নি।
advertisement
ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে অর্জুন দাশগুপ্ত জানান, সম্ভবত শাসক দলের ঘনিষ্ঠ কিছু লোক আজ এসে কয়েকশো ব্যালট পেপার অবৈধ ভাবে জমা করার সময় আমরা রুখে দাঁড়াই। আমরা কত দিন আর এইভাবে পাহারা দিতে পারবো জানি না।আমরা এই ধরনের দুষ্কৃতী মূলক আচরণ আশা করি নি । এই বিষয়ে সার্ভিস ডক্টরস ফোরামের তরফে সজল বিশ্বাস জানান রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনের আজ একটি কালা দিবস।
advertisement
এই সংগঠনেরই  আরও এক চিকিৎসক প্রার্থী অংশুমান মিত্র বলেন এই নির্বাচন অতীতের পঞ্চায়েত নির্বাচন কেও হার মানাবে। পুরো বিষয় নিয়ে শাসক দলের তরফে সুদীপ্ত রায় জানান যারা এই অভিযোগ করছেন তাঁদের সঙ্গে চিকিৎসকরা নেই। তাঁদের হার নিশ্চিত জেনেই এই অভিযোগ করছেন। শাসক দলের আরও এক চিকিৎসক তথা প্রার্থী কৌশিক বিশ্বাস বলেন যারা অভিযোগ করেছেন তাঁদের হার নিশ্চিত জেনেই এই সমস্ত অভিযোগ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Medical Council: ভোট নাকি শুধু কারচুপি? রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ভোটে অবাক দৃশ্য
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement