Unemployment Rate: বেকারত্বের হারে দেশের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন পশ্চিমবঙ্গ, কেন্দ্রের রিপোর্টেই এমন দাবি
- Published by:Teesta Barman
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Unemployment Rate: প্রতি বছরই কেন্দ্রের পরিসংখ্যান মন্ত্রকের অধীনস্থ " national sample সার্ভে অফিস" "পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে" এই নামে রিপোর্ট প্রকাশ করে। সেই রিপোর্ট এই রাজ্যের স্বীকৃতি প্রকাশ পেয়েছে।
কলকাতা: শিক্ষিত হয়েও বেকার, স্নাতক অথচ বেকার, এরকম বেকারের সংখ্যার হার অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় অনেক কম। বেকারত্বের হারে দেশের মধ্যে দেশের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন পশ্চিমবঙ্গ। কেন্দ্রের রিপোর্টে এই বাংলার স্বীকৃতি।
পড়াশোনা করেও এ রাজ্যে চাকরি মেলে না, এই অভিযোগ অনেকদিনের। যাকে বারবার হাতিয়ার করে বিজেপি-সহ বিরোধী দলগুলি আন্দোলনও করেছে। কিন্তু কেন্দ্রের করা সমীক্ষায় এবার সেই অভিযোগ জোর ধাক্কা খেল। কেন্দ্রীয় সংস্থার রিপোর্টই বলে দিচ্ছে ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে এই সমস্যা অনেকটাই কম। স্নাতক হয়ে বেকার, এমন বেকারত্বের হার সবচেয়ে কম গুজরাতে। তারপরই দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ।
advertisement
advertisement
কর্মসংস্থান ও বেকারত্ব নিয়ে প্রতি বছরই সমীক্ষা রিপোর্ট প্রকাশ করে পরিসংখ্যান মন্ত্রকের অধীনস্থ national sample সার্ভে অফিস বা এনএসএসও। ২০২২ সালের জুলাই মাস থেকে ২০২৩-এর জুন মাসেই এক বছরের রিপোর্টে ভারতে স্নাতক বেকারের হার ১৩.৪ শতাংশ। যেখানে পশ্চিমবঙ্গে ৭.৩ শতাংশ যা দেশের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন। স্নাতকোত্তর বেকারের হারের তালিকাতে ও ভাল জায়গায় রয়েছে পশ্চিমবঙ্গ। বাংলা স্নাতকোত্তর হয়েও বেকারের হার ৮.৮%। ভারতে মাধ্যমিক পাস বেকারের হার ২.২%। যেখানে পশ্চিমবঙ্গের হার ১.৮%। কেন্দ্রের রিপোর্টে একের পর এক ক্যাটাগরিতে বাংলার স্বীকৃতি আশা নিয়ে অর্থনীতিবিদ অভিরূপ সরকার বলেন “এখানে ক্ষুদ্র ও মাঝারি শিল্প অনেক বেশি। অনেকেরই তাতে কর্মসংস্থান হয়। এই রিপোর্টের গুরুত্ব অপরিসীম।”
advertisement
আরও পড়ুন: মাতৃহারা সায়নী ঘোষ, হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ অভিনেত্রীর মায়ের, শোকস্তব্ধ তৃণমূলের যুব সভানেত্রী
যদিও একাংশের মতে, তুলনামূলকভাবে কম বেতনে বাংলায় কর্মী পাওয়া যায় কারণ এ রাজ্যে এখনও থাকা খাওয়ার খরচ দেশের অন্যান্য অনেক রাজ্যের তুলনায় কম। সেই কারণে বেকারত্বের হার অনেকটাই কম বলে দাবি একাংশের। এ প্রসঙ্গে বলতে গিয়ে অর্থনীতিবিদ অভিরূপ সরকার বলেন “পশ্চিমবঙ্গে কম বেতনেও বেঁচে থাকা যায়। অনেকেই হয়তো কম বেতনে চাকরি করছেন স্নাতকদের মধ্যে। কিন্তু যেহেতু এখানে বেঁচে থাকার খরচ কম, তাই তাঁরা চালিয়ে নিচ্ছেন।” সবমিলিয়ে কেন্দ্রের রিপোর্টে বাংলাকে স্বীকৃতি দেওয়া হল। বেকারত্বের সর্বনিম্ন হারের নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় বাংলা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 15, 2024 11:50 PM IST